বশেমুরবিপ্রবিতে ধর্ষকদের কুশপুত্তলিকা দাহ

কুশপুতুল দাহ করছে আন্দোলনরত শিক্ষার্থীরা
কুশপুতুল দাহ করছে আন্দোলনরত শিক্ষার্থীরা  © সংগৃহীত

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ছাত্রী ধর্ষণে ঘটনায় গ্রেফতার ছয়জনের কুশপুতুল দাহ করা হয়েছে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা চত্বরে তাদের কুশপুতুল দাহ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

এর আগে গ্রেফতার ছয়জনের কুশপুত্তলিকা নিয়ে জয় বাংলা চত্বরে থেকে একটি মিছিল বের করেন তারা। মিছিলটি বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারো জয় বাংলা চত্বরে এসে থামে। এ সময় ‘জাস্টিস জাস্টিস’, ‘ধর্ষকের ফাঁসি চাই’ ইত্যাদি স্লোগান দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

আরও পড়ুন: রাশিয়ার আকাশসীমায় ৩৬ দেশের বিমান চলাচলে নিষেধাজ্ঞা

২৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টার বিশ্ববিদ্যালয় ছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। যার বিচার চেয়ে শিক্ষার্থীরা প্রথমে সদর থানা এবং পরে মহাসড়ক অবরোধ করেন। এ সময় স্থানীয় সন্ত্রাসীদের হামলায় উপাচার্য ড. এ কিউ এম মাহবুবসহ একাধিক শিক্ষক ও শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনায় র‍্যাব ছয়জনকে গ্রেফতার করে গোপালগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর করে।


সর্বশেষ সংবাদ