যবিপ্রবিতে ইফেকটিভ ড্রাগ ডেলিভারি শীর্ষক সেমিনার

যবিপ্রবিতে সেমিনার
যবিপ্রবিতে সেমিনার  © সংগৃহীত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ‘অ্যাডভান্স নিউমেরিক্যাল মডেলিং অব ইন্ট্রানাসাল প্রাকটিক্যাল ফ্লো: এ গ্রিন করিডর ফর ইফেকটিভ ড্রাগ ডেলিভারি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ ডিসেম্বর) সকালে যবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের গ্যালারিতে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ এ সেমিনারের আয়োজন করে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ অধ্যাপক ও যবিপ্রবির উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মো. আনিছুর রহমান। তিনি বলেন, অ্যাকাডেমিক সাফল্যের পাশাপাশি বিশ্ববিদ্যালয়কে গবেষণায় আরও গুরুত্ব দিতে হবে।

আরও পড়ুন: রাবি ছাত্রলীগের নতুন কমিটি জানুয়ারিতে

বিশ্বের মধ্যে বিশ্ববিদ্যালয়ের অবস্থান তৈরি ও চেনাতে মানসম্পন্ন গবেষণার কোনো বিকল্প নেই। আমাদের বর্তমান উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেন এ বিশ্ববিদ্যালয়কে একটি গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয় করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, অনেকটা সাফল্যও পেয়েছেন। আশা করি, গাণিতিক গবেষণা সংক্রান্ত এ ধরনের সেমিনার এ বিশ্ববিদ্যালয়ের গবেষণাকে আরও এগিয়ে নিতে সহায্য করবে।

সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনির জ্যেষ্ঠ প্রভাষক ড. সুভাষ চন্দ্র সাহা। তিনি যবিপ্রবির গণিত বিভাগের ‘ভিজিটিং গবেষক’ হিসেবেও কর্মরত রয়েছেন।

আরও পড়ুন: অপতথ্য মোকাবিলায় গণমাধ্যমে ’ফ্যাক্ট-চেকিং’ ব্যবস্থা চালুর আহ্বান

সেমিনারে তিনি করোনা ভাইরাসে কেউ আক্রান্ত হলে শরীরের অভ্যন্তরে বা ফুসফুসে কার্যকরভাবে ঔষধ পৌঁছানো, বায়ো-ফ্লুইড মেকানিক্স, পার্টিকেল ফ্লো, হিট অ্যান্ড মাস ট্রান্সফার-এর পিসিএম নিয়ে বিস্তারিত আলোচনা করেন। একইসঙ্গে সেমিনারে তিনি মানবদেহে বায়ু চলাচল এবং ফুসফুসের সম্পর্কের উপর গাণিতিক বিশ্লেষণ নিয়ে তাঁর প্রকাশিত বিভিন্ন গবেষণাপত্র ও ফলাফল তুলে ধরেন।

গণিত বিভাগের চেয়ারম্যান ড. মো. হাফিজ উদ্দিনের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন বিজ্ঞান অনুষদের ডিন ড. সুমন চন্দ্র মোহন্ত, ড. এম. এ. ওয়াজেদ মিয়া ইনস্টিটিউট অব এ্যাডভান্স স্টাডিজের পরিচালক অধ্যাপক ড. সাইবুর রহমান মোল্যা,স্বাগত বক্তব্য দেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. হারুন রশীদ।

আরও পড়ুন: দুই চিকিৎসক দিয়েই চলছে যবিপ্রবির চিকিৎসাসেবা

এ ছাড়া সেমিনারে পেট্রোলিয়াম অ্যান্ডা মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এইচ এম জাকির হোসেন, ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট (সিডিএম) বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, ইন্টারন্যাশনাল সার্ভিস সেন্টারের পরিচালক ড. মো. ওমর ফারুক, গণিত বিভাগের সহকারী অধ্যাপক শামীমা আক্তার, সমীরণ মন্ডল, নয়ন ঢালী, শারমিন বানু, প্রভাষক মোহাম্মদ আসিফ আরেফিন, মো. নজরুল ইসলাম, মো. রায়হান প্রধান, জে. আর. এম. বোরহানসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সেমিনার পরিচালনা করেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক দীপা রায়।


সর্বশেষ সংবাদ