বশেমুরবিপ্রবি কর্মকর্তা সমিতির নির্বাচন আজ
- বশেমুরবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৪২ AM , আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৪২ AM
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কর্মকর্তা সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ বৃহস্পতিবার। নির্বাচন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় সকাল ৯.৩০ থেকে ১.৩০ পর্যন্ত চলবে ভোটগ্রহণ প্রক্রিয়া। এই সময়ে মোট ৮৩ জন ভোটার ভোট প্রদান করবেন।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, শেষসময়ে কর্মকর্তাদের কাছে স্বতঃস্ফূর্তভাবে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা।
জানা গেছে, এ বছর বশেমুরবিপ্রবি কর্মকর্তা সমিতির ১৫টি পদের জন্য দুটি প্যানেল থেকে মোট ত্রিশজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্যানেল দুটি হলো: তুহিন-মিরাজ ও হিরা-ওয়ালিদ পরিষদ।
এদের মধ্যে তুহিন-মিরাজ প্যানেল থেকে নির্বাচন করবেন- সভাপতি পদে তুহিন মাহমুদ, সহ-সভাপতি পদে বি. এম. আরিফুল ইসলাম ও শেখ মশিকুর রহমান কলিন্স, সাধারণ সম্পাদক পদে মো. মিরাজ সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক পদে এস এম মাহাবুবুল হাসান কামাল ও সরাফত খান, অর্থ সম্পাদক পদে আতিয়ার রাসুল হিমেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মোহাম্মদ আবুল কাশেম, দপ্তর সম্পাদক পদে মিতু হীরা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে হাবিবুল্লাহ চৌধুরী, কার্যনির্বাহী সদস্য পদে মো. আশরাফুল ইসলাম, মশিউর রহমান, মাহাতাব উদ্দিন খান, তরিকুল ইসলাম এবং মো. আরিফুর হক সাগর।
অন্যদিকে হিরা-ওয়ালিদ প্যানেল থেকে নির্বাচন করবেন- সভাপতি পদে মো. নজরুল ইসলাম হিরা, সহ-সভাপতি পদে মাহবুবুর রহমান সুমন ও চৌধুরী মনিরুল হাসান, সাধারণ সম্পাদক পদে ওয়ালিদ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক পদে রবিউল ইসলাম রবি ও এস. এম. শফিকুল ইসলাম, অর্থ সম্পাদক পদে ফয়সাল আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো. রাকিবুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে মো. আতিকুর রহমান মুরাদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মাহমুদুল হাসান রানা, কার্যনির্বাহী সদস্য পদে আসলাম হোসেন, শুভ্রা রানী ভৌমিক, শরীফ শরিফুল, সাহেদ জামান সেতু এবং মাসুম হাওলাদার।
নির্বাচনের বিষয়ে নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার খান মোহাম্মদ আলী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, সুষ্ঠুভাবে নির্বাচনের জন্য সকল প্রস্তুতি নেওয়া হচ্ছে।