নানা আয়োজনে বশেমুরবিপ্রবিসাসের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- বশেমুরবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২১, ০৮:২৫ PM , আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২১, ০৮:২৫ PM
নানা আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বশেমুরবিপ্রবিসাস) ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে সংগঠনটির কার্যনির্বাহী কমিটি। এ সময় উপস্থিত ছিলেন সমিতির বর্তমান সভাপতি শামস জেবিন, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।
এরপর বেলা ১টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ কিউ এম মাহবুবের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা চত্বর থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে একাডেমিক ভবনের সামনে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষকমণ্ডলীসহ বশেমুরবিপ্রবিসাসের সদস্যবৃন্দ।
সাংবাদিক সমিতির সভাপতি শামস জেবিন বলেন, ‘‘কিছু উজ্জীবিত তরুণদের হাত ধরেই ২০১৫ সালের এই দিনে যাত্রা শুরু করে বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতি। সত্য ও ন্যায়ের পথে- এ শ্লোগানকে ধারণ করে এই সংগঠনের পথ চলা। সাংবাদিকতার মতো মহান পেশায় সত্য প্রকাশে বাধা ছিল, আছে, থাকবে। সকল বাধাবিপত্তি পেরিয়ে আমরা এগিয়ে যাবো।’’