চার হাজার শিক্ষার্থীকে ইফতার ও রাতের খাবার বিতরণ করল যবিপ্রবি প্রশাসন

  © সংগৃহীত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সকল আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের জন্য ইফতার ও রাতের জন্য উন্নতমানের খাবারের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রায় চার হাজার শিক্ষার্থী নিয়ে এ আয়োজন করে যবিপ্রবি প্রশাসন। 

মঙ্গলবার (১৮ মার্চ) যবিপ্রবি ক্যাম্পাসের শহীদ মসিয়ূর রহমান হল, মুনশি মেহেরুল্লাহ হল, বীর প্রতীক তারামন বিবি হল, তাপসী রাবেয়া হল ও  ঝিনাইদহ ক্যাম্পাসের ভেটেরিনারি মেডিসিন অনুষদের দুটি হলের আবাসিক ও অনাবাসিক মোট চার হাজারের অধিক শিক্ষার্থীদের নিয়ে এ ইফতার ও উন্নত খাবারের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জানা যায়,  এ প্রথম একসাথে এত শিক্ষার্থীর ইফতার ও রাতের খাবারের আয়োজন করেছে যবিপ্রবি প্রশাসন। প্রতিটি হলের প্রশাসনের মাধ্যমে প্রত্যেকটি হলে শিক্ষার্থীদের মাঝে ইফতার ও রাতের খাবার বিতরণ করা হয়। 

এ বিষয়ে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেন, শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতির বন্ধন দৃঢ় করার জন্যই আমাদের এত বড় আয়োজন। বিশ্ববিদ্যালয়ের মোট ছয়টি হলের আবাসিক ও অনাবাসিক প্রায় চার হাজার শিক্ষার্থীদের জন্য ইফতার ও রাতের উন্নতমানের খাবারের আয়োজন করা হয়েছে। এ ধারা ভবিষ্যতে অব্যাহত থাকবে। এছাড়া শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন সহযোগিতামূলক কার্যক্রম হাতে নিয়েছি। সকলের সহযোগিতায় বিশ্ববিদ্যালয় আরো এগিয়ে যাবে।


সর্বশেষ সংবাদ