নিয়োগ বাণিজ্যের অভিযোগে

যবিপ্রবির সাবেক দুই উপাচার্যসহ চার শিক্ষকের বিরুদ্ধে দুদকের মামলা

অবৈধভাবে নিয়োগৃত শিক্ষক ড. মো. ইকবাল কবির জাহিদ
অবৈধভাবে নিয়োগৃত শিক্ষক ড. মো. ইকবাল কবির জাহিদ  © টিডিসি ফটো

অবৈধভাবে শিক্ষক নিয়োগের অভিযোগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাবেক দুই উপাচার্য অধ্যাপক ড. আব্দুস সাত্তার ও অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনসহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও তৎকালীন নিয়োগ বোর্ড সদস্য অধ্যাপক মোছা. ফেরদৌস বেগম এবং অধ্যাপক ড. মো. ইকবাল কবির জাহিদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গতকাল সোমবার (৩ মার্চ) যশোরে স্পেশাল জজ আদালতে দণ্ডবিধি ৪০৯/৪২০/১০৯ ধারায় এ মামলা দায়ের করে দুদক।

মামলার এজাহার অনুযায়ী, পরস্পর যোগসাজশে নিজেরা লাভবান হয়ে এবং লাভবান করার মানসে দুর্নীতি, প্রতারণা, অপরাধজনক বিশ্বাসভঙ্গ ও অপরাধমূলক অসদাচরণের মাধ্যমে নিয়োগ নীতিমালার শর্তানুযায়ী নিয়োগ বিজ্ঞপ্তিতে চাওয়া শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ের আইন, সংবিধি, নিয়োগ নীতিমালা ও ইউজিসির নির্দেশনা সুস্পষ্টভাবে লঙ্ঘনপূর্বক ০১ নং আসামি ড. মো. ইকবাল কবীর জাহিদকে অবৈধভাবে সহকারী অধ্যাপক পদে নিয়োগ প্রদান করায় এ মামলা দায়ের করা হয়েছে। 

মামলার এজাহারে আরও বলা হয়, যবিপ্রবির অণুজীব বিজ্ঞান বিভাগে সহকারী অধ্যাপক পদে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, চাকুরি প্রার্থীর (১) অণুজীব বিজ্ঞান বিভাগে স্নাতক স্নাতকোত্তর সহ বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রভাষক হিসেবে অন্যূন তিন বছরের শিক্ষকতার বাস্তব অভিজ্ঞতা ও এসএসসি থেকে এমএসসি পর্যন্ত সকল পর্যায়ে ১ম বিভাগ/শ্রেণি বা সমমানের গ্রেড থাকতে হবে। (২) এমফিল/এমএসসি ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রভাষক হিসেবে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা (গ) স্বীকৃত জার্নালে সংশ্লিষ্ট বিষয়ে ৩ টি গবেষণা প্রকাশনা অথবা (ক) পিএইচডি ডিগ্রি থাকলে সরাসরি সহকারী অধ্যাপক পদে নিয়োগের জন্য বিবেচ্য হবেন তবে শিক্ষা ক্ষেত্রে একাধিক ২য় বিভাগ থাকলে সরাসরি নিয়োগের জন্য বিবেচিত হবে না (খ) স্বীকৃত জার্নালে সংশ্লিষ্ট বিষয়ে ১ টি গবেষণা প্রকাশনা থাকতে হবে।

কিন্তু চাহিদা অনুযায়ী ড. মো. ইকবাল কবির জাহিদের শিক্ষকতার কোনো অভিজ্ঞতা বা পিএইচডি ডিগ্রি কোনোটিই ছিল না। যোগ্যতা ও শর্তাবলি পূরণ না করলেও তাকে নিয়োগ দেওয়া হয়। এ নিয়োগ বোর্ডে সভাপতি ছিলেন তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আব্দুস সাত্তার ও সদস্য হিসেবে ছিলেন রাষ্ট্রপতি নিয়োগকৃত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. ফেরদৌস বেগম।

এ বিষয়ে দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বলেন, ‘এই চারজনের বিরুদ্ধে অবৈধভাবে শিক্ষক নিয়োগের নানা অভিযোগ থাকায় মামলা করা হয়েছে।’

উল্লেখ, ৫ আগস্ট বিপ্লব পরবর্তী সময়ে আওয়ামী লীগের দোসর ও নানা অভিযোগ এনে যবিপ্রবি শিক্ষার্থীরা ড. মো. ইকবাল কবির জাহিদকে ক্যাম্পাস ছাড়া করে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনও তাকে সাময়িক বহিষ্কার করে।


সর্বশেষ সংবাদ