বশেফমুবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি মিরাজ, সম্পাদক বেলাল
- বশেফমুবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ১০:৩৬ PM , আপডেট: ২৭ জানুয়ারি ২০২৫, ১০:৩৬ PM

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নির্বাচনের মাধ্যমে কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছে চ্যানেল ২৪ এর (অনলাইন) বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. মিরাজুল ইসলাম মিরাজ ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছে দ্যা ডেইলী ক্যাম্পাস বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. বেলাল হোসাইন।
সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কক্ষে ভোট গ্রহণ শুরু হয়। পরে বেলা ২টার দিকে ভোট গ্রহণ শেষে বিকাল ৩টার দিকে নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করা হয় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সাদিকুর রহমান ইমন, সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম, সহকারী অধ্যাপক ড. সৈয়দ নাজমুল হুদা।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ রোকনুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মোহাম্মদ মোশাররফ হোসাইন এবং সহকারী অধ্যাপক ড. আল মামুন সরকার।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি ইয়াসির আরাফাত (আনন্দবাজার), যুগ্ম-সাধারণ সম্পাদকঃজসিম উদ্দিন (সংবাদ লাইভ২৪), দপ্তর সম্পাদক মুসলিম ইবনে রবি (বার্তা বাজার), অর্থ-সম্পাদক কাজী ইসমাইল (ভয়েস বিডি২৪)। এ ছাড়া কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন শাহরিয়ার রোকন (দ্যা ডেইলি ম্যাসেঞ্জার), মো. মিরাজ হোসেন (বুলেটিন বার্তা), মো. তৌহিদুল ইসলাম (ওয়েবনিউজ২৪)।
আলোচনা সভা শেষে সাংবাদিক সমিতির সদ্য সাবেক কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ দায়িত্বে থাকা সদস্যদের সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।