সাংবাদিকদের সঙ্গে রাবিপ্রবির নতুন উপাচার্যের মতবিনিময়
- রাবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ০১:৩০ PM , আপডেট: ২১ জানুয়ারি ২০২৫, ০১:৩৫ PM

রাঙ্গামাটি জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেছেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) নতুন উপাচার্য ড. মো. আতিয়ার রহমান। আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়টির অডিটোরিয়ামে এ মত বিনিময় হয়।
মতবিনিময় সভায় রাঙ্গামাটির প্রবীণ সাংবাদিক ও দৈনিক গিরিদর্পণ সম্পাদক এ কে এম মকছুদ আহমেদ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো ইলিয়াস, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন, সাংবাদিক ফোরাম সভাপতি নন্দন দেবনাথ, ফোরামের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমতিয়াজ কামাল, সাংবাদিক সমিতির সভাপতি সৈকত রঞ্জন চৌধুরীপ্রমুখ।
এ সময় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনায় জেলার সব সাংবাদিকের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় জেলায় কর্মরত প্রায় ৫০ জন সাংবাদিক অংশ নেন।