পিএইচডি করতে নিউইয়র্ক যাচ্ছেন রাবিপ্রবি শিক্ষক সৌরভ দত্ত
- রাবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ১০:৪৩ AM , আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪, ১১:৪৭ AM
পিএইচডির উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যাচ্ছেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক সৌরভ দত্ত।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের রচেস্টার ইনস্টিটিউট অব টেকনোলজিতে (আরআইটি) আগামী বছরের জানুয়ারি (স্প্রিং-২০২৫ সেশন) হতে ৫ বছর মেয়াদি পিএইচডি ডিগ্রিতে অংশগ্রহণ করবেন তিনি। সে উদ্দেশ্যে আগামী বছরের জানুয়ারির ১ম সপ্তাহে রওনা করবেন তিনি।
২০১৭-২০১৯ সালে ইউরোপীয় ইউনিয়নের সম্পূর্ণ অর্থায়নে পরিচালিত মর্যাদাপূর্ণ ইরাসমাস মুন্ডুস স্কলারশিপ অর্জনের মাধ্যমে অস্ট্রিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, রোমানিয়া ও স্পেনের ইউরোপিয়ান ৬টি বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তিনি থিসিসসহ ইউরোপিয়ান ফরেস্ট্রি (অ্যাগ্রিকালচার এন্ড ফরেস্ট্রি) বিষয়ে যৌথ মাস্টার্স (এমএসসি) ডিগ্রি সম্পন্ন করেন। পরবর্তীতে, বাল্টিক বৃত্তি নিয়ে এস্তোনিয়াতে বন উদ্ভাবন ও গ্রামীণ উন্নয়ন বিষয়ে এমএসসি কোর্স সম্পন্ন করেন।
তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি এ্ন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস হতে ফরেস্ট্রি বিষয়ে প্রথম স্থান অধিকার করে স্নাতক সম্পন্ন করেন। এরপর একই বিশ্ববিদ্যালয় থেকে থিসিসসহ মাস্টার্স ডিগ্রি লাভ করেন।
এছাড়াও তিনি তার গবেষণার জন্য ২০১৯ সালে ব্রাজিলে অনুষ্ঠিত IUFRO World Forestry Congress -এ Award for Excellence in Forest Sciences অ্যাওয়ার্ড অর্জনের মাধ্যমে দেশের সুনাম বয়ে আনেন।
বন, পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন বিষয়ে গবেষণালব্ধ ফলাফল উপস্থাপনের জন্য বাংলাদেশ, ব্রাজিল, জার্মানি, ভারত ও ভিয়েতনামে অনুষ্ঠিত বিভিন্ন আন্তর্জাতিক কনফারেন্স/সেমিনারে তিনি অংশগ্রহণ করেন।
২০২০ সালের মার্চে তিনি রাবিপ্রবির ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগে যোগদান করেন।