মাভাবিপ্রবি তৃতীয় শ্রেণি কর্মচারী সমিতির সভাপতি বজলুর, সম্পাদক জাহিদুল
- মাভাবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:০৪ PM , আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:০৮ PM
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় শ্রেণির কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটি ২০২৪-এর নির্বাচনে সভাপতি হিসেবে মো. বজলুর রহমানে এবং সাধারক সম্পাদক হিসেবে জাহিদুল ইসলাম জয়লাভ করেছেন।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে মো. বজলুর রহমান সর্বোচ্চ ৪২ ভোট পেয়ে সভাপতি পদে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামরুজ্জামান পেয়েছেন ২২ ভোট। সাধারণ সম্পাদক পদে ৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জাহিদুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আয়নাল হোসেন পেয়েছেন ২৫ ভোট।
এই নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. হযরত আলী (৩৬ ভোট) ও মো. রাজু আহমেদ (৩০ ভোট), যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. উজির আলী (৩১ ভোট), সাংগঠনিক সম্পাদক হয়েছেন রিপন হোসেন (৫৩ ভোট) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন মো. আ. মালেক মিয়া (৩৭ ভোট)।
এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় অর্থ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, ক্রীড়া , সাহিত্য, সাংস্কৃতিক সম্পাদক দুলাল সরকার, ধর্ম বিষয়ক সম্পাদক মো. আসাদুজ্জামান, দপ্তর সম্পাদক রাসেল তালুকদার, মহিলা বিষয়ক সম্পাদক সায়মা আক্তার শর্মী এবং সদস্য এস, এম, মাহফুজুর রহমান, মো. শাহাদৎ হোসেন ও সালাম নির্বাচিত হয়েছেন।
প্রসঙ্গত, তৃতীয় শ্রেণি কর্মচারী সমিতি ২০১৩ সালে গঠিত হয়। এটি কর্মচারীদের ন্যায্য দাবি আদায় এবং মানবিক লক্ষ্যকে সামনে রেখে প্রতিষ্ঠিত।