প্রধান বক্তা হিসেবে আশফাক নিপুনকে বাদ দিলো টেডএক্স কুয়েট

আশফাক নিপুন
আশফাক নিপুন  © ফাইল ছবি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েটে) আগামী ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আন্তর্জাতিক প্ল্যাটফর্ম টেডএক্স–এর ইভেন্ট টেডএক্স কুয়েট। এ অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে শুরুতে টেলিভিশন পরিচালক ও লেখক আশফাক নিপুনকে আমন্ত্রণ জানানো হলেও পরে সেটি বাতিল ঘোষণা করেছে আয়োজক কমিটি।

রবিবার (১১ ফেব্রুয়ারি) রাতে টেডএক্স কুয়েটের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানানো হয়েছে। প্রধান বক্তা আশফাক নিপুনের বিরুদ্ধে এলজিবিটি সংশ্লিষ্টতার অভিযোগে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

টেডএক্স কুয়েটের ফেসবুক স্ট্যাটাসে জানানো হয়েছে, সম্প্রতি উন্মোচিত প্রধান বক্তা আশফাক নিপুন সম্পর্কে আমরা মানুষের দাবিগুলো পর্যালোচনা করেছি। একটা বিষয় স্পষ্ট করে বলতে চাই, টেডএক্স কুয়েট মূলত এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য।

‘‘আমাদের একমাত্র লক্ষ্য হলো কুয়েটের শিক্ষার্থীদের উদ্ভাবনকে অনুপ্রাণিত করা। আমরা আশা করছি, এ আয়োজনে বড় ধরনের মূল্যবোধ বজায় থাকবে। সে লক্ষ্যে আমরা এ আয়োজনের প্রধান বক্তা হিসেবে আশফাক নিপুনকে বাতিল ঘোষণা করছি।’’

স্ট্যাটাসে আরও বলা হয়, ‘‘যেখানে সমাজ এলজিবিটির বিরুদ্ধে দাঁড়িয়েছে, সেখানে টেডএক্স কুয়েট এবং কুয়েট ক্যারিয়ার ক্লাব সংগঠন হিসেবে কখনো এটাকে সমর্থন করতে পারে না। টেডএক্স কুয়েট শিক্ষার্থীদের সংগঠন। এ সংগঠনের লক্ষ্য শিক্ষার্থীদের উন্নতিতে কাজ করা।’’

জানতে চাইলে কুয়েট ক্যারিয়ার ক্লাবের এক সংগঠক দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আশফাক নিপুন এলজিবিটি ইস্যু নিয়ে কোনো একটি ফিল্ম বা নাটক তৈরি করেছেন। যেটা আমরা তাকে আমন্ত্রণ জানানোর আগে জানতে পারিনি। যেহেতু দেশে সরকার এখনো এলজিবিটির অনুমোদন দেয়নি। সেক্ষেত্রে আশফাক নিপুনের এ ইস্যুতে সংশ্লিষ্ট থাকার অভিযোগে আমরা তাকে বাদ দিয়েছি।

এ অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন তরুণ কনটেন্ট নির্মাতা সাদমান সাদিক। এছাড়া অতিথি হিসেবে ডেইলি স্টারের চিফ বিজনেস অফিসার মো. তাজদিন হাসান ও নগদের টেকনিক্যাল অফিসার মোহাম্মদ হাফিজুল্লাহর উপস্থিত থাকার কথা রয়েছে। আগামী ২৩ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এ ইভেন্ট।

টেডএক্স একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম যেখানে নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তিরা তাঁদের অভিজ্ঞতা শেয়ার করেন। বিভিন্ন ধরনের পরামর্শ অন্যদের অনুপ্রেরণা জোগায় এবং নতুন নতুন উদ্ভাবনী জিনিস তৈরিতে তরুণদের উৎসাহ প্রদান করে। বুদ্ধিদীপ্ত বিকাশে এগিয়ে চলার পথে সংগঠনটি অগ্রণী ভূমিকা পালন করে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence