রুয়েটের ক্লাস শুরু ৩০ সেপ্টেম্বর, র্যাগিংয়ে কঠোর নিষেধাজ্ঞা
- রাবি প্রতিনিধি
- প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৩ PM , আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১২:১১ PM
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এর ২০২২-২৩ শিক্ষাবর্ষের ক্লাস আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হবে। ক্যাম্পাস, হল ও বাহিরে যেকোনো প্রকার মাদক ব্যবহার ও র্যাগিং থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে রুয়েট প্রশাসন।
শনিবার (২৩ সেপ্টেম্বর) রুয়েটের ছাত্র কল্যাণের পরিচালক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অতীতে কোনো কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ নানাভাবে হয়রানি ও প্রাণহানির মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং সিনিয়র শিক্ষার্থী কর্তৃক জুনিয়র শিক্ষার্থীদের হয়রানির শিকারও হয়েছে। এমনকি ক্যাম্পাস অশান্ত করে শিক্ষার সামগ্রিক পরিবেশকে বিঘ্ন ঘটাচ্ছে।
আরও পড়ুন: ঢাবির শূন্য ৯৩ আসনে ভর্তিতে ‘আগ্রহী’, জানাতে হবে আজকের মধ্যে
আরও বলা হয়েছে, ক্যাম্পাস ও হলে কোনো প্রকার মাদক ব্যবহার ও র্যাগিং আইনত দণ্ডনীয় অপরাধ। এমতাবস্থায় ক্যাম্পাস, হল ও হলের বাহিরে যেকোনো প্রকার মাদক ব্যবহার ও র্যাগিং থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হলো। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর শান্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।