প্লাস্টিক ও পলিথিনের বিনিময়ে মিলবে ‘ইন্ডোর প্ল্যান্ট’

প্লাস্টিক ও পলিথিনদ্রব্যের বিনিময়ে নৈসর্গ
প্লাস্টিক ও পলিথিনদ্রব্যের বিনিময়ে নৈসর্গ  © টিডিসি ফটো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পরিবেশ রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নোত্থান’। সংগঠনটির ১৪তম বর্ষে পদার্পণ উপলক্ষে ৩০ ও ৩১জুলাই বিশ্ববিদ্যালয়ের অর্জুন তলায় প্লাস্টিক ও পলিথিন দ্রব্যের বিনিময়ে ইন্ডোর প্ল্যান্ট প্রদানের উদ্যোগ নেয় হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে স্বপ্নোত্থানের প্রচার সম্পাদক মাহবুবুর রহমান বলেন, স্বপ্নোত্থান এবার এক ভিন্নধর্মী আয়োজন নিয়ে এসেছে, প্লাস্টিক ও পলিথিনদ্রব্যের বিনিময়ে নৈসর্গ। যেখানে সর্বনিম্ন ৫টি প্লাস্টিকের বোতল কিংবা সর্বনিম্ন ১৫টি পলিথিন প্যাকেটের বিনিময়ে বিভিন্ন ধরনের ইন্ডোর প্ল্যান্ট প্রদান করা হবে। ইন্ডোর প্ল্যান্টে থাকছে- মানি প্ল্যান্ট, পাতাবাহার, নয়ন তারা, এডেনিয়াম, স্পাইডার প্লান্টসহ আরও বিভিন্ন ধরনের চারা। 

উল্লেখ্য, ‘দীপ শিখা হাতে স্বপ্নের পথে’ এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে ২০০৯ সালে যাত্রা শুরু করে শাহজালাল বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তথা সিলেট শহরের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নোত্থান’। পথচলার ১৩ বছর পেরিয়ে আগামী ১লা আগস্ট ১৪ তম বর্ষে পদার্পণ করবে ‘স্বপ্নোত্থান’।


সর্বশেষ সংবাদ