বুয়েটে ডাটা ও সাইবার সিকিউরিটি বিষয়ে ১ম জাতীয় কর্মশালা

বুয়েটে ডাটা ও সাইবার সিকিউরিটি বিষয়ে ১ম জাতীয় কর্মশালা
বুয়েটে ডাটা ও সাইবার সিকিউরিটি বিষয়ে ১ম জাতীয় কর্মশালা  © টিডিসি ফটো

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ডাটা এবং সাইবার সিকিউরিটি বিষয়ে ১ম জাতীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের গ্র্যাজুয়েট কমপ্লেক্সে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালাটি সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, সরকারি প্রতিষ্ঠান ও শিল্প প্রতিষ্ঠান থেকে প্রায় ৪৫ জন  অংশগ্রহণ করেন। এতে ন্যাশনাল CIRT, ইন্ডাস্ট্রিজ, ব্যাংক এবং ইউনিভার্সিটির সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞগন সাইবার সিকিউরিটির বিভিন্ন ডোমেইনের উপর সেশন পরিচালনা করেন।

এই কর্মশালার মূল উদ্দেশ্য হলো ডেটা এবং সাইবার নিরাপত্তার অবস্থা, প্রস্তুতি এবং বাংলাদেশে যেকোনো ধরনের ব্যাপক সাইবার হামলার ঘটনা মোকাবেলায় প্রস্তুতি গ্রহন করা।

কর্মশালার উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের প্রকল্প পরিচালক তারেক এম বরকতুল্লাহ। তিনি বলেন, ডেটার নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের দেশের সমস্ত ডেটা দেশের মধ্যে নিজস্ব সিস্টেমে সংরক্ষণ করা প্রয়োজন। তিনি বাংলাদেশের সাইবার নিরাপত্তা আইন, বিধি ও নির্দেশিকা নিয়েও আলোচনা করেন।

আরও পড়ুন: বুয়েট শিক্ষার্থীদের জন্য আবরারের নামে স্কলারশিপ

মূল বক্তৃতায় স্পেকট্রাম ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়ামের সিটিও খন্দকার আসিফ হাসান বলেন, জাতির ভবিষ্যত সাইবার হুমকির প্রস্তুতির জন্য সকল স্তরের জনগণের সম্পৃক্ততা প্রয়োজন।

সাইবার সিকিউরিটি কনসেপ্ট এবং বিভিন্ন অ্যাটাকের বিশদভাবে ব্যাখ্যা করেছেন সিনহা-মেডলার গ্রুপের সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার মো. আব্দুল হাই আল হাদী। একটি সংস্থার আইটি অডিটের ধাপে ধাপে সম্পাদন পদ্ধতির বিস্তারিত তুলে ধরেন সিআইআরটির আইটি অডিটর মুহাম্মদ মইনুল হোসেন।

তিনি বলেন, সম্ভাব্য সাইবার আক্রমণ থেকে একটি সংস্থার আইটি অবকাঠামো রক্ষা করার প্রস্তুতির জন্য। প্রতিটি সংস্থার আইটি অভ্যন্তরীণ অডিট এবং বাহ্যিক নিরীক্ষা করা জরুরি।


সর্বশেষ সংবাদ