বশেমুরবিপ্রবির উপাচার্যকে অবরুদ্ধ করে রেখেছেন শিক্ষক -কর্মচারীরা

উপাচার্যের কক্ষের সামনের গেটে তালা
উপাচার্যের কক্ষের সামনের গেটে তালা  © সংগৃহীত

পাঁচ দফা দাবিতে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্যকে অবরুদ্ধ করে রেখেছেন বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা।

সোমবার (১৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপাচার্যের কক্ষের সামনের গেটে তালা লাগিয়ে দেন বশেমুরবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক-কর্মচারীরা।

বশেমুরবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আলিয়া বেগম বলেন, আমার জেনেছি এই প্রতিষ্ঠান নাকি ভেঙে দেওয়া হবে। এখনও পর্যন্ত আমাদের চাকরি স্থায়ী হয়নি। চাকরি স্থায়ীকরণসহ পাঁচ দফা দাবিতে উপাচার্যের কক্ষে তালা লাগানো হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তালা খুলব না।

আন্দোলনরত শিক্ষক-কর্মচারীরা জানান, এই শিক্ষাপ্রতিষ্ঠানে ১৯ জন শিক্ষক ও ৪ জন কর্মচারী আছেন। তিন বছর ধরে তারা কোনো বেতন পাচ্ছেন না। তারা পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কামরুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থাকতে হলে অবশ্যই সেটার অনুমোদন থাকতে হবে, যা এই প্রতিষ্ঠানের নেই।

তিনি আরও বলেন, এছাড়া বঙ্গবন্ধুর নাম ব্যবহার করে কোনো প্রতিষ্ঠান করতে হলে বঙ্গবন্ধু ট্রাস্ট থেকে অনুমোদন নিতে হয়। এই শিক্ষাপ্রতিষ্ঠানের সে রকম কোনো অনুমোদন ছিল না বিধায় রিজেন্ট বোর্ড থেকেও বাদ দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: ১৭তম নিবন্ধন পরীক্ষার তারিখ ঘোষণা।

উপাচার্য অবরুদ্ধের বিষয়ে কামরুজ্জামান বলেন, প্রতিটা জিনিসের একটা পদ্ধতি আছে এবং সেই পদ্ধতি অনুযায়ী এগোতে হবে। আজ তারা হুট করে এসেই উপাচার্য স্যারের কক্ষের সামনে তালা লাগিয়ে দিয়েছেন। এটা কোনো সমাধান নয়। সমাধান করতে হলে আলোচনা করতে হবে।

প্রসঙ্গত, আন্দোলনকারীদের পাঁচ দফা দাবিগুলো হচ্ছে—চাকরি স্থায়ীকরণ, বকেয়া বেতন পরিশোধ, আগে যে ভবনে ক্লাস করা হতো সেই ভবনে ফেরত যাওয়া, শিক্ষার্থীদের যাতায়াতের জন্য গাড়ির ব্যবস্থা পুনরায় চালু করা এবং ওই প্রতিষ্ঠানে স্থায়ী অধ্যক্ষ নিয়োগ করা।


সর্বশেষ সংবাদ