পরীক্ষা ছাড়াই অটো প্রমোশনের খবর ভিত্তিহীন: শিক্ষা মন্ত্রণালয়
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৯ জুলাই ২০২০, ১১:২৩ AM , আপডেট: ০৯ জুলাই ২০২০, ১১:২৩ AM
শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন শ্রেণীতে পরীক্ষা ছাড়াই অটো প্রমোশন দেয়ার খবর ভিত্তিহীন বলে জানিয়ে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার (৯ জুলাই) শিক্ষা মন্ত্রণালয় জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়েরের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন গণমাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন শ্রেণীতে পরীক্ষা ছাড়াই অটো প্রমোশন দেয়া হবে মর্মে প্রতিবেদন ছাপা হয়েছে। বিষয়টি ভিত্তিহীন ও গুজব। শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত কোন সিদ্ধান্ত এখনো গ্রহণ করেনি বলে এতে উল্লেখ করা হয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়, করোনার কারণে স্কুল-কলেজ বন্ধ থাকায় পরীক্ষা ছাড়াই পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করানোর বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। ইতোমধ্যে অনেক কলেজে একাদশ শ্রেণির পরীক্ষা ছাড়াই দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হলে স্কুল পর্যায়ের ছাত্র-ছাত্রীদেরও পরবর্তী ক্লাসে উন্নীত করা হতে পারে।
অবশ্য পাবলিক পরীক্ষা না হওয়ায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে পরের ক্লাসে উন্নীত করা নিয়ে জটিলতা দেখা দিয়েছে। তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে সরকারি প্রাথমিক বিদ্যালয়েও সাময়িক পরীক্ষা ছাড়া শিক্ষার্থীদের পাস করানো হতে পারে বলে খবরে জানানো হয়। মাধ্যমিক পর্যায়েও এ ধরনের সিদ্ধান্ত আসতে পারে বলে শিক্ষা প্রশাসন সূত্রে জানানো হয়।