বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা চূড়ান্ত করতে সভা ডেকেছে মন্ত্রণালয়

শ্রেণিকক্ষে শিক্ষক
শ্রেণিকক্ষে শিক্ষক  © ফাইল ছবি

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের বদলি সংক্রান্ত নীতিমালা তৈরি প্রণয়নে সভা ডাকা হয়েছে। আগামী রোববার (৫ মে) সচিবালয়ে বেলা সাড়ে ১২টায় এ সভা অনুষ্ঠিত হবে।

জানা গেছে, এমপিও নীতিমালা অনুযায়ী বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকদের সমপদে বা সমস্কেলে শিক্ষাপ্রতিষ্ঠান পরিবর্তন সংক্রান্ত নীতিমালা ‘এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৪’ এর খসড়া চূড়ান্ত করতে এ সভা ডাকা হয়েছে।

আরও পড়ুন: ইনডেক্সধারী সব শিক্ষক বদলির সুযোগ পাচ্ছেন

সভায় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সভাপতিত্ব করবেন। সভায় শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার এবং শিক্ষা সচিব সোলেমান খান উপস্থিত থাকবেন।

এ সভায় অংশ নিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব এনটিআরসিএর চেয়ারম্যান, ঢাকার ডিসিসহ বিভিন্ন দপ্তরের একাধিক কর্মকর্তাকে অংশ নিতে বলা হয়েছে। 


সর্বশেষ সংবাদ