একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ঠিকানা পরিবর্তন

শিক্ষা মন্ত্রণালয়
শিক্ষা মন্ত্রণালয়  © ফাইল ফটাে

দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ঠিকানা পরিবর্তনের অনুমতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সম্প্রতি মন্ত্রণালয়ের বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ সংক্রান্ত চিঠি ওই বিশ্ববিদ্যালয়কে পাঠানো হয়েছে।

মন্ত্রণালয়ের চিঠি অনুযায়ী ঠিকানা পরিবর্তনের অনুমতি পাওয়া বিশ্ববিদ্যালয়টি হলো- আহছানিয়া মিশন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তাদের নতুন ঠিকানা হলো ৫৪/১-২, মির্জাপুর, বিনোদপুর বাজার, মতিহার, রাজশাহী। 

ঠিকানা পরিবর্তনের শর্তে বলা হয়েছে, ‘‘রাজশাহী ঠিকানাস্থ ভবন দু'টি শিক্ষা প্রতিষ্ঠানের কাজে ব্যবহারের অনুমতিপত্র দাখিল করতে হবে; ক্যাম্পাসকে সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত এবং জঙ্গী তৎপরতার উর্ধ্বে রাখতে হবে; বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০ অনুযায়ী নির্ধারিত ০৭ (সাত) বছরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাসহ যাবতীয় কার্যক্রম স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তর হতে হবে;

এই ক্যাম্পাস কিংবা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস পরিচালনা সম্পর্কিত বিষয়ে সরকার কর্তৃক পরবর্তীতে কোন সিদ্ধান্ত/আদেশ/নির্দেশনাবলী জারি করা হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা যথাযথভাবে অনুসরণ ও প্রতিপালন করতে বাধ্য থাকিবে;পূর্ববর্তী ভবন তথা ২১৬/১ ও ২৫৬, তালাইমারি, জাহাঙ্গীর স্মরণী সড়ক, কাজলা, রাজশাহী ঠিকানাস্থ ক্যাম্পাসের যাবতীয় কার্যক্রম বন্ধ ও বিশ্ববিদ্যালয়ের নাম সংবলিত যাবতীয় সাইনবোর্ড অপসারণ করে ভবন ছাড়ার নোটিশ প্রদানপূর্বক বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে অবহিত করতে হবে এবং নোটিশের সত্যায়িত কপি কমিশনে প্রেরণ করতে হবে;

বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এ বর্ণিত সকল বিধান ও শর্ত যথাযথভাবে প্রতিপালন করতে হবে; বিশ্ববিদ্যালয় স্থাপন ও পরিচালনার সাময়িক অনুমোদনের সময় প্রদত্ত সকল শর্তাদি যথাযথভাবে প্রতিপালন করতে হবে।’’


সর্বশেষ সংবাদ