জাতীয় বিশ্ববিদ্যালয়
‘পরীক্ষার কারণে ঘুর্ণিঝড় স্থগিত’— ফেসবুকে আসা বিবৃতি ‘ভুয়া’
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৬ মে ২০২৪, ০৯:০৮ PM , আপডেট: ২৬ মে ২০২৪, ০৯:২২ PM
‘আগামী ২৬/০৫/২০২৪ ইং রোজ রবিবার পরীক্ষার কারণে ঘুর্ণিঝড় স্থগিত করা হয়েছে’ শীর্ষক একটি সংবাদ বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল প্যাড ব্যবহার করে এ ধরনের একটি ভুয়া বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। যারা এই ধরনের ভুয়া সংবাদ তৈরি করছে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়েছে।
রবিবার (২৬ মে) রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন করার জন্য একটি অসাধু সাইবার অপরাধী চক্র মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্যমূলক তথ্য বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তির নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে। যার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কোনো সম্পর্ক নেই। এটি ভুয়া, বানানো এবং উদ্দেশ্যপ্রণোদিত তথ্য।
“জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে উপরিউক্ত তথ্য সম্বলিত কোনো সংবাদ বিজ্ঞপ্তি কোথাও পাঠানো হয়নি। সুতরাং বিষয়টি সম্পর্কে সবাইকে সজাগ দৃষ্টি রাখার অনুরোধ করা হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের ভুয়া তথ্য প্রচার না করার জন্য আহবান করা হল। যারা এই ধরনের ভুয়া সংবাদ তৈরি করছে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গতকাল শনিবার (২৫ মে) বিশ্ববিদ্যালয় থেকে যে সংবাদ বিজ্ঞপ্তিটি প্রেরণ করা হয়েছে সেটি হুবহু তুলে ধরা হল- “জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামীকাল ২৬ মে ২০২৪ তারিখ রবিবার অনুষ্ঠিতব্য অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। স্থগিত এই পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরবর্তীতে জানানো হবে। পরীক্ষার অন্যান্য সময় ও তারিখ অপরিবর্তিত থাকবে।”