২০২২ সালের এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি প্রকাশ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৮ মে ২০২২, ০৪:৩৭ PM , আপডেট: ০৮ মে ২০২২, ০৭:৪১ PM
দেশে করোনার তৃতীয় ঢেউ কেটে যাওয়ার বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। নেই কোন বিধি-নিষেধ, জনজীবন ফিরছে আগের মতোই। এ অবস্থায় স্বাভাবিক স্কুল-কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান। তবে চলতি বছর এসএসসি ও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সময় গড়িয়ে গেলেও এখনও এই দুই পাবলিক পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি ।
আগামী ১৯ জুন এসএসসি ও ২২ আগস্ট এইচএসসি পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা করে ইতিমধ্যে বিজ্ঞপ্তি দিয়েছে আন্তঃ শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। তাছাড়া সম্প্রতি এসএসসি পরীক্ষার রুটিনও প্রকাশ করা হয়েছে।
২০২২ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার্থীদের সিলেবাস কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সে হিসেবে এবার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচিতে এই দুই পাবলিক পরীক্ষা নেওয়া হবে।
২০২২ সালের এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি প্রকাশ করেছে আন্তঃ শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। আজ রবিবার এটি প্রকাশ করা হয়।
পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী, এবার প্রতিটি পরীক্ষা হবে দুই ঘন্টার। এরমধ্যে ১ ঘন্টা ৪০ মিনিটের রচনামূলক এবং ২০ মিনিটের নৈর্ব্যত্তিক।
এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি দেখুন এখানে