অনির্দিষ্টকালের জন্য মাদরাসা শিক্ষকদের এমপিওর আবেদন স্থগিত

মাদরাসা শিক্ষা অধিদপ্তর
মাদরাসা শিক্ষা অধিদপ্তর  © ফাইল ফটো

মেমিস সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে মাদরাসা শিক্ষকদের এমপিও আবেদন গ্রহণ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। বৃহস্পতিবার (১ অক্টোবর) অধিদপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, মেমিস সফটওয়্যারে ইন্টারনেট সংযোগ প্রতিস্থাপনে কাজ চলায় এর কার্যক্রম সাময়িকভাবে বন্ধ আছে। তাই পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত মেমিস সফটওয়্যারের মাধ্যমে আবেদন না করতে শিক্ষক-কর্মচারীদের বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মেমিস প্রকল্পের সফটওয়্যারে বিটিসিএলের ইন্টারনেট সংযোগ প্রতিস্থাপনের কাজ চলছে। ফলে, মেমিস সফটওয়্যারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ আছে। তাই, পরবর্তী নিদের্শনা না দেয়া পর্যন্ত মেমিস সফটওয়্যারের মাধ্যমে সব ধরণের আবেদন করা থেকে বিরত থাকতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।


সর্বশেষ সংবাদ