যে অ্যাপ নামালেই হতে পারে বিপদ

প্লে-স্টোর
প্লে-স্টোর  © সংগৃহীত ছবি

১০টিরও বেশি ভুয়া অ্যাপ গুগল প্লে-স্টোরে খুঁজে পাওয়া গেছে। এসব অ্যাপে পাওয়া রয়েছে বিপজ্জনক ম্যালওয়্যার। একবার কোনো ডিভাইসে ডাউনলোড হয়ে গেলেই এই অ্যাপগুলো থার্ড পার্টি সোর্সের মাধ্যমে বিপজ্জনক কনটেন্ট স্মার্টফোনে ইনপুট করে দেয়।

থ্রেট ফ্যাবরিক সংস্থার রিপোর্ট অনুসারে এই ভয়াবহ ম্যালওয়্যার ইউজারদের অজান্তেই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত ডিটেলস চুরি করে নিতে পারে। এরা ইউজারদের টু-স্টেপ অথেনটিকেশনের কোডও চুরি করে নেয়। সেইসঙ্গে ব্যবহারকারীর ফোনে কি টাইপ করা হচ্ছে তার স্ক্রিনশটও নিতে পারে এই ম্যালওয়্যারগুলো।

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের খাতায় পৃষ্ঠাজুড়ে ‘ভালোবাসি তোমায়’

গুগলের পক্ষ থেকে এই ধরণের বিপজ্জনক অ্যাপকে বারবার ব্যান করা হলেও, নানারকম রূপ নিয়ে নতুন অ্যাপের আড়ালে এরা ফিরে আসছে। ক্ষতি করছে ইউজারদের।

গুগল প্লে-স্টোরের কোন কোন জনপ্রিয় অ্যাপে ভয়ানক ম্যালওয়্যারের সন্ধান মিলেছে-

> কিউ আর স্ক্যানার
> কিউ আর স্ক্যানার ২০২১
> পিডিএফ ডকুমেন্ট স্ক্যানার
> টু ফ্যাক্টর অথেন্টিকেশন
> প্রোটেকশন গার্ড

আরও পড়ুন: সম্প্রীতির সেকাল একাল

>কিউ আর ক্রিয়েটর স্ক্যানার
> মাস্টার স্ক্যানার লাইভ
> ক্র্যাপ্টো ট্র্যাকার
> জিম এন্ড ফিটনেস ট্রেইনার
> পিডিএফ ডকুমেন্ট স্ক্যানার ফ্রি

বিশেষজ্ঞরা বলছেন যে, প্লে-স্টোরে ভালো রেটিং থাকার ফলেই একাধিক ইউজার নানা কাজে এই অ্যাপগুলোকে ব্যবহার করে থাকে। একবার কোনো ডিভাইসে ডাউনলোড হয়ে গেলেই এই অ্যাপগুলো থার্ড পার্টি সোর্সের মাধ্যমে বিপজ্জনক কনটেন্ট স্মার্টফোনে ইনপুট করে দেয়।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence