নাম পরিবর্তন করে ফেসবুক এখন মেটা
- টিডিসি ডেক্স
- প্রকাশ: ২৯ অক্টোবর ২০২১, ০৮:০৫ AM , আপডেট: ২৯ অক্টোবর ২০২১, ০৮:০৫ AM
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক তাদের নাম পরিবর্তন করেছে। নতুন নাম রাখা হয়েছে মেটা। এখন থেকে এই নামেই সব ধরনের কার্যক্রম চালাবে তারা।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) এই ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির সিইও মার্ক জাকারবার্গ।
ফেসবুকের এক পোস্টে মার্ক জানান, সামাজিক নানা ইস্যুর সাথে লড়াই করে আমরা অনেক কিছু শিখেছি। এখন আমাদের শেখা সবকিছু দিয়ে পরবর্তী অধ্যায়ে যাওয়ার সময় চলে এসেছে। মেটার আওতায় নতুন বিভিন্ন অ্যাপ ও পণ্য বাজারে আনার ঘোষণাও দিয়েছেন তিনি।
এদিকে ফেসবুকের একটি সূত্র জানিয়েছে, ফেসবুক ইনকরপোরেশনের আওতায় বর্তমানে ইন্সটাগ্রাম, হোয়াটসঅ্যাপের মতো একাধিক প্লাটফর্ম রয়েছে। তাই মূল প্রতিষ্ঠানের নাম ফেসবুক হওয়া বাধ্যতামূলক নয়। এজন্য মূল নাম পরিবর্তন করা হয়েছে।