স্বাধীনতার পর দেশে এখন সর্বোচ্চ বৈদেশিক মুদ্রার রিজার্ভ

  © ফাইল ফটো

দেশে মাত্র একমাসের মধ্যে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ক্ষেত্রে দুটি রেকর্ড হয়েছে। বুধবার (২৪ জুন) দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫ দশমিক ৩৩ বিলিয়ন ডলার হয়েছে। স্বাধীনতার পর এটাই সর্বোচ্চ রিজার্ভ।

করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারিতে অর্থনীতির বিভিন্ন সূচক নিম্নমুখী থাকলেও গত ৪ জুন বৈদেশিক মুদ্রার রিজার্ভ নতুন রেকর্ড সৃষ্টি করে। সেদিন ৩৪ দশমিক দুই বিলিয়ন ডলারে উন্নীত হয়েছিল রিজার্ভ।

এর আগে ২০১৭ সালের ৫ সেপ্টেম্বর সর্বোচ্চ ৩৩ দশমিক ৬৮ বিলিয়ন ডলার ছিল রিজার্ভ। বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তাবলেন, আইএমএফ, এডিবির কাছ থেকে বাজেট সহায়তা ঋণ পাওয়ায় তা রিজার্ভ বাড়ানোয় ভূমিকা রেখেছে। তিনি বলেন, করোনা মহামারির মধ্যেও দেশের রেমিট্যান্সও ভালো ছিল।

জানা গেছে, জুনের প্রথম ২৩ দিনে রেমিট্যান্স এসেছে একে দশমিক ৪১ বিলিয়ন ডলার। গত বছর জুন মাসে ছিল এক দশমিক ৩৭ বিলিয়ন ডলার। চলতি অর্থবছরের ১১ মাস ২৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৭ দশমিক ৭৮ বিলিয়ন ডলার। প্রবৃদ্ধি হয়েছে আট দশমিক ২৭ শতাংশ।


সর্বশেষ সংবাদ