হোয়াটসঅ্যাপে ডিলিট হওয়া মেসেজ ফিরিয়ে আনবেন যেভাবে

হোয়াটসঅ্যাপ
হোয়াটসঅ্যাপ  © সংগৃহীত

তথ্য আদান প্রদানের অন্যতম সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপ। দিন দিন এর ব্যবহার বেড়েই চলছে। তবে অনেক সময় অসাবধানে গুরুত্বপূর্ণ মেসেজ বা পুরো চ্যাট থ্রেড মুছে যায়। তবে এ নিয়ে চিন্তার কিছু নেই। কারণ হোয়াটসঅ্যাপের ডিলিট হওয়া ম্যাসেজ পুনরায় ফিরিয়ে আনা যায়।

 চলুন জেনে নিই হোয়াটসঅ্যাপের ডিলিট হওয়া মেসেজ পুনরুদ্ধারের উপায়। 

চ্যাট ব্যাকআপ থেকে পুনরুদ্ধার
হোয়াটসঅ্যাপ স্বয়ংক্রিয়ভাবে গুগল ড্রাইভে ব্যাকআপ নিয়ে থাকে। যদি মেসেজ ডিলিট হওয়ার আগে ব্যাকআপ নেওয়া হয়ে থাকে, তাহলে ব্যাকআপ রিস্টোর করে মেসেজ ফেরত পাওয়া সম্ভব।

পদ্ধতি:
প্রথমে  হোয়াটসঅ্যাপ আনইনস্টল করুন। এরপর পুনরায় ইনস্টল করে আপনার ফোন নম্বর দিয়ে লগইন করুন। এরপর রিস্টোর অপশনে ট্যাপ করুন। এবার ব্যাকআপে থাকা সব মেসেজ ফিরে আসবে (শুধু ব্যাকআপ নেওয়ার পরের মেসেজ ফেরত আসবে)।

নোটিফিকেশন লগ ব্যবহার (শুধু অ্যানড্রয়েড)
যদি আপনি অ্যান্ড্রয়েড ব্যবহারকারী হন এবং নোটিফিকেশন ফিচার চালু থাকে, তাহলে নোটিফিকেশন লগ থেকে ডিলিট হওয়া মেসেজ দেখতে পারবেন।

পদ্ধতি:

প্রথমে ফোনের সেটিংসে গিয়ে নোটিফিকেশন অপশনে যেতে হবে। এরপর নোটিফিকেশন হিস্ট্রিতে ট্যাপ করুন যদি এটি আগে চালু করা থাকে তাহলে ডিলিট হওয়া মেসেজ সেখানে দেখতে পারবেন 

 থার্ড-পার্টি অ্যাপ ব্যবহার (শুধু অ্যানড্রয়েড)
কিছু অ্যাপ যেমন Notisave, WAMR, WhatsRemoved+ ডিলিট হওয়া মেসেজ রিকভার করতে পারে, যদি এগুলো আগেই ইনস্টল করা থাকে। তবে এই অ্যাপগুলো অনেক অনুমতি চায়, যা গোপনীয়তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

লোকাল ব্যাকআপ থেকে রিস্টোর (শুধু অ্যানড্রয়েড)
যদি আপনার গুগল ড্রাইভ ব্যাকআপ না থাকে, তবে লোকাল ব্যাকআপ থেকে পুনরুদ্ধার করতে পারেন।

পদ্ধতি:

প্রথমে ফাইল ম্যানেজারে গিয়ে হোয়াটসঅ্যাপ অপশনে যেতে হবে। তারপর সেখান থেকে ডাটাবেজ ফোল্ডারে যান। এরপর ‘msgstore.db.crypt12’ ফাইলের নাম পরিবর্তন করে ‘msgstore_BACKUP.db.crypt12’ করুন।পুরোনো ব্যাকআপ ফাইলের নাম ‘msgstore.db.crypt12’ করুন। হোয়াটসঅ্যাপ আনইনস্টল করে পুনরায় ইনস্টল করুন এবং ব্যাকআপ রিস্টোর করুন। 


সর্বশেষ সংবাদ