দুই হাজারের বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে শেষ হলো জাতীয় রোবোটিক উৎসব

রোবো ফেস্ট
রোবো ফেস্ট  © সংগৃহীত

দেশের অন্যতম বৃহত্তম প্রযুক্তি উৎসব রোবটিকসের সফল আয়োজন সম্পন্ন করেছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। ইউনিভার্সিটির রোবটিকস ক্লাবের উদ্যোগে গত ৭ থেকে ৯ নভেম্বর তিন দিনব্যাপী এই আয়োজনে জাতীয় উৎসবে দেশের ৮৫টিরও বেশি প্রতিষ্ঠানের ৫২৬টিরও বেশি দল, দুই হাজারের বেশি প্রতিযোগী, সম্মানিত অতিথি এবং শিল্প উদ্যোক্তারা অংশ নেন।

এ ছাড়া ২৫টি স্কুল ও কলেজের ২০০-এরও বেশি শিক্ষার্থীও অংশ নিয়েছে, যা বাংলাদেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের যেকোনো প্রযুক্তি ইভেন্টের জন্য একটি নতুন উদাহরণ।

এবারের রোবো ফেস্টের প্রধান আয়োজনগুলোর মধ্যে ছিল; প্রোগ্রামিং হিরো প্রেজেন্টস ন্যাশনাল হ্যাকাথন, ন্যাশনাল সায়েন্স অ্যান্ড আইটি অলিম্পিয়াড, প্রোজেক্ট শোকেস, রোবট এক্সিবিশন, ক্যাপচার দ্য ফ্ল্যাগ, কেস সল্ভিং এবং ‘শিল্পে টেকসই এআই ৫.০’ নিয়ে গোলটেবিল আলোচনা।

প্রোগ্রামিং হিরো প্রেজেন্টস ন্যাশনাল হ্যাকাথন, যা বাংলাদেশের কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয় আয়োজিত সবচেয়ে বড় হ্যাকাথন। এই ইভেন্টটি উদ্ভাবনের সুযোগ তৈরির জন্য একটি নতুন মানদণ্ড স্থাপন করেছে। এখানে দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ১৭৮টি দল এবং ৭০০-এরও বেশি অংশগ্রহণকারী অংশ নিয়েছে। এ ছাড়া ইস্পোর্টস রাইভালস, ২০২৪ সালের সবচেয়ে বড় আন্তবিশ্ববিদ্যালয় গেমিং টুর্নামেন্ট, এতে বাংলাদেশজুড়ে ১০২টি দল এবং ৩০০ জনেরও বেশি গেমার প্রতিযোগিতায় অংশ নিয়েছে। লাইন ফলোয়ার প্রতিযোগিতায় রোবটিকস ও ইঞ্জিনিয়ারিংয়ের সেরা মেধাবী প্রতিযোগীরা অংশ নিয়েছে, যেখানে ৪৪টি দল ও ১৮৫ জন অংশগ্রহণকারী দক্ষতা ও উদ্ভাবনের মাধ্যমে প্রতিযোগিতা করেছে।

বিজ্ঞান ও আইটি অলিম্পিয়াডে দেশের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর ২০০ জনেরও বেশি শিক্ষার্থী বিজ্ঞান ও প্রযুক্তির জ্ঞানের পরীক্ষা দিতে অংশ নিয়েছে। প্রজেক্ট-শোকেসে ৪৩টি দল এবং ১৫০ জনেরও বেশি অংশগ্রহণকারী প্রতিযোগিতা করেছে। তাদের নতুন নতুন ডিজাইন বাংলাদেশের ভবিষ্যৎ ইঞ্জিনিয়ার এবং উদ্ভাবকদের সৃজনশীলতা ও প্রযুক্তিগত দক্ষতার প্রতিফলন ঘটিয়েছে। দেশের কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয় আয়োজিত সবচেয়ে বড় ক্যাপচার দ্য ফ্ল্যাগ (সিটিএফ) ইভেন্ট হিসেবে, এই এআই-চালিত সাইবার সিকিউরিটি চ্যালেঞ্জটি অংশগ্রহণকারীদের গঠনমূলক সাইবার সিকিউরিটি সমস্যার সমাধানে হাতে-কলমে শিক্ষা দিয়েছে।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি রোবোটিকস ক্লাব, প্রযুক্তি খাতের ব্যবসায়ী নেতাদের সঙ্গে একটি রাউন্ড টেবিল আলোচনারও আয়োজন করে। আলোচনার শিরোনাম ছিল ‘উন্নত এআই দশকের দিকে বাংলাদেশের অগ্রগতি: ইন্ডাস্ট্রি ৫.০। এই রাউন্ড টেবিল আলোচনার উদ্দেশ্য ছিল কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা নিয়ে পর্যালোচনা করা, যা পঞ্চম শিল্প বিপ্লব (৫.০ আইআর)-এর অগ্রযাত্রাকে ত্বরান্বিত করবে এবং বাংলাদেশে শিক্ষাব্যবস্থাকে রূপান্তর করবে। এই আলোচনা উদ্ভাবনী এআই প্রয়োগের উপায়গুলো চিহ্নিত করতে চায়, যা শিক্ষাপদ্ধতিকে উন্নত করবে, শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মক্ষেত্রের জন্য প্রয়োজনীয় দক্ষতা প্রদান করবে এবং গবেষণা ও উন্নয়নের সংস্কৃতিকে উৎসাহিত করবে।

আলোচনা অনুষ্ঠানে অংশ নিয়েছেন টেক-শিল্প বিশেষজ্ঞরা, যথাক্রমে মির শাহরুখ ইসলাম, সহপ্রতিষ্ঠাতা, বন্ডস্টেইন; হাসনাইন রিজভী রহমান, সিইও, আস্থা আইটি; মাহমুদুল হক আজাদ, সিইও, ক্রাফটসম্যান; মিনহাজ খান, সহপ্রতিষ্ঠাতা, ইনোভেস টেকনোলজিস; আবু নাসের মোহাম্মদ শোয়েব, সিইও, পলিগন টেকনোলজি; আবদুর রাকিব, সিওও, প্রোগ্রামিং হিরো এবং ফাইট্রন।

বিভিন্ন পর্বের বিজয়ীদের পুরস্কার প্রদানের মাধ্যমে জাতীয় রোবোফেস্ট ২০২৪-এর বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, মাননীয় প্রধান উপদেষ্টা এবং প্রতিষ্ঠাতা উপাচার্য, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। সভাপতি ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম আশিক মোসাদ্দিক। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি রোবোটিকস ক্লাবের মডারেটর, অধ্যাপক ড. আহমেদ ওয়াসিফ রেজা এবং মো. আল-ইমরানের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে এই বিশাল ইভেন্টের সমাপ্তি ঘোষণা করা হয়।

ন্যাশনাল হ্যাকাথনে ইম্পেরিয়াল কলেজ অব ইঞ্জিনিয়ারিং, খুলনার টিম ‘ওয়েব-উইজার্ডস’ চ্যাম্পিয়ন হয়েছে। সিটিএফ প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ডিইউ-ফেদারলেস-বাইপেডস’ চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করেছে। ইস্পোর্টস রাইভালস প্রতিযোগিতায় নর্থ সাউথ ইউনিভার্সিটির ‘ফাইয়াজুল ইসলাম’ ফিফা চ্যাম্পিয়ন হয়েছেন। ভ্যালোরেন্টে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের ‘পিওজি চ্যাম্পস’ বিজয়ী হয়েছে। রোবো-সকারে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ‘সিইউবি-হনটার-চ্যাম্পিয়ন’ শিরোপা পেয়েছে। লাইন ফলোয়ার প্রতিযোগিতায় ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘ডিইউইটি-ইনফিনিট্রন’ চ্যাম্পিয়ন পুরস্কার অর্জন করেছে।

রোবট প্রদর্শনীতে অনারারি মেনশন পেয়েছে ‘টিম অ্যাটলাস’। কেস-সলভিং প্রতিযোগিতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘লুব্ধক’ চ্যাম্পিয়ন হয়েছে। প্রজেক্ট-শোকেসে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ‘ও-জোন’ চ্যাম্পিয়নশিপ শিরোপা অর্জন করেছে। ন্যাশনাল সায়েন্স ও আইটি অলিম্পিয়াডের (বিগিনার লেভেল) প্রথম স্থানে ছিলেন ন্যাশনাল আইডিয়াল কলেজের জানুয়েদ ফয়সাল নুহাশ। বিশ্ববিদ্যালয় স্তরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির এম নূরা আলম নাঈম বিজয়ী হয়েছেন।


সর্বশেষ সংবাদ