বদলে যাচ্ছে হোয়াটসঅ্যাপের ভেরিফায়েড চ্যানেল ও অ্যাকাউন্টের ব্যাজ

হোয়াটসঅ্যাপের ভেরিফায়েড ব্যাজ পরিবর্তন হচ্ছে
হোয়াটসঅ্যাপের ভেরিফায়েড ব্যাজ পরিবর্তন হচ্ছে  © ফাইল ছবি

হোয়াটসঅ্যাপের ভেরিফায়েড চ্যানেল ও বিজনেস অ্যাকাউন্টের ব্যাজ বা টিকের রং পরিবর্তন হয়ে যাচ্ছে। এখন থেকে সবুজের পরিবর্তে থাকবে নীল ব্যাজ বা টিক। মেটা মালিকানাধীন সব সামাজিক যোগাযোগমাধ্যমের ভেরিফায়েড অ্যাকাউন্ট চিহ্নিত করতে একই ধরনে টিক চিহ্ন যোগ করা হচ্ছে। 

ফেসবুক ও ইনস্টাগ্রামের পর হোয়াটসঅ্যাপেও এ পরিবর্তন আসছে। সুবিধাটি আপাতত বেটা সংস্করণে পাওয়া যাচ্ছে। গুগল প্লে স্টোরে অ্যান্ড্রয়েড ২.২৪.১৪.১৮ হালনাগাদ  বেটা সংস্করণে সুবিধাটি পরীক্ষামূলকভাবে দেওয়া হয়েছে।

আরো পড়ুন: মুঠোফোন হ্যাকিংয়ের ভয় করছেন! জেনে নিন প্রতিরোধের উপায়

প্রযুক্তি প্রতিষ্ঠান ডব্লিউ আ বেটা ইনফোর প্রতিবেদনের স্ক্রিনশর্টে নীল টিক চিহ্ন দেখা গেছে। তবে কবে এটি আনুষ্ঠানিকভাবে চালু হবে, তা জানা যায়নি। হোয়াটসঅ্যাপে ‘চ্যাট ট্রান্সফার’ সুবিধা চালুর কথাও জানিয়েছেন মেটার প্রধান মার্ক জাকারবার্গ।


সর্বশেষ সংবাদ