হোয়াটসঅ্যাপের ছবি, ভিডিও গ্যালারিতে সেভ হওয়া বন্ধ করবেন যেভাবে

হোয়াটসঅ্যাপ হচ্ছে তথ্য আদান-প্রদানের অন্যতম সমাজিক যোগাযোগ মাধ্যম
হোয়াটসঅ্যাপ হচ্ছে তথ্য আদান-প্রদানের অন্যতম সমাজিক যোগাযোগ মাধ্যম  © সংগৃহীত

হোয়াটসঅ্যাপ হচ্ছে তথ্য আদান-প্রদানের অন্যতম সমাজিক যোগাযোগ মাধ্যম। দিন দিন এর ব্যবহার বেড়েই চলছে। এখন অফিশিয়াল অনেক কাজে ব্যবহৃত হয় হোয়াটসঅ্যাপ। তবে হোয়াটসঅ‍্যাপে কেউ ছবি বা ভিডিও পাঠালেই সেগুলো স্বয়ংক্রিয়ভাবে স্মার্টফোনে ডাউনলোড হয়।

এর ফলে নিজের অজান্তেই অনেক বেশি ইন্টারনেট ডেটা খরচ হয়ে যায়। আপনি চাইলেই বন্ধ করে দিতে পারেন ছবি ও ভিডিও ডাউনলোড। 

হোয়াটসঅ্যাপে স্বয়ংক্রিয়ভাবে ছবি ও ভিডিও ডাউনলোড বন্ধ করবেন যেভাবে

ফোনের গ্যালারিতে স্বয়ংক্রিয়ভাবে ছবি ও ভিডিও ডাউনলোড-সুবিধা বন্ধের জন্য প্রথমে হোয়াটসঅ্যাপের ওপরের ডান দিকে থাকা তিনটি ডট মেনুতে ট্যাপ করে পপআপে প্রদর্শিত অপশন থেকে সেটিংসে ক্লিক করে ‘চ্যাটস’ নির্বাচন করতে হবে। 

এরপর ‘চ্যাট সেটিংস’ অপশনের নিচে থাকা ‘মিডিয়া ভিজিবিলিটি’ এর পাশে থাকা টগলটি বন্ধ করলেই অন্যদের পাঠানো ছবি বা ভিডিও স্বয়ংক্রিয়ভাবে ফোনের গ্যালারিতে জমা হবে না।

হোয়াটসঅ্যাপে চাইলে নির্দিষ্ট ব্যক্তির পাঠানো ছবি বা ভিডিও স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড-সুবিধা বন্ধ করা যায়। এ জন্য প্রথমে চ্যাটবক্সে প্রবেশ করে নির্দিষ্ট ব্যক্তির নাম ট্যাপ করতে হবে। এবার পরের পৃষ্ঠায় থাকা ‘মিডিয়া ভিজিবিলিটি’ অপশন নির্বাচন করে পপআপে প্রদর্শিত অপশন থেকে ‘নো’ অপশন নির্বাচন করতে হবে।

এদিকে, হোয়াটসঅ্যাপে যোগ হয়েছে মেসেজ ডিলিট করার অপশন। কীভাবে হোয়াটসঅ্যাপে ডিলিট করা মেসেজ পড়া যায়, তা হয়তো অনেকে জানেন না। 

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে পিন করা যাবে একাধিক চ্যাট

ডিলিট করা মেসেজ দেখবেন যেভাবে  
* অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের স্মার্টফোনের সেটিংস থেকে ‘মোর সেটিংস’ অপশনে ক্লিক করতে হবে।
* এখান থেকে নোটিফিকেশন হিস্ট্রিতে ট্যাপ করে এটি চালু করুন।
* এরপর আপনার ফোনে যে নোটিফিকেশন আসবে, সেগুলো নোটিফিকেশন হিস্ট্রিতে সেভ থাকবে।
* নোটিফিকেশন হিস্ট্রি থেকে ডিলিট হওয়া মেসেজ দেখতে পাবেন।

এখন কোনো ব্যবহারকারী হোয়াটসঅ্যাপে একটি মেসেজ পাঠিয়ে ও অপর প্রান্ত থেকে দেখার আগেই ডিলিট করলেও পড়া সম্ভব।

 

সর্বশেষ সংবাদ