গুগলের ২৫তম জন্মদিন আজ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪৮ AM , আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৯ AM
পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের ২৫তম জন্মদিন আজ। ১৯৯৮ সালের ২৭ সেপ্টেম্বর স্ট্যানফোর্ডের দুই পিএইচডির ছাত্রের হাত ধরে যাত্রা শুরু। সার্চ ইঞ্জিন ব্যবহারকারীদের সঠিক তথ্য দিতে কয়েক বছর আগে থেকেই এআইভিত্তিক অ্যালগরিদমের সঙ্গে পরিচয় করিয়ে দেয় তারা। জন্মদিন উপলক্ষ্যে গুগল বিশেষ ডুডল তৈরি করেছে। তাতে ক্লিক করলে এই ডুডল সম্পর্কে বলা হচ্ছে; তাতে তুলে ধরা হয়েছে গুগলের ২৫তম জন্মদিনের কথা, গুগলের শুরু কীভাবে— এসব তথ্য।
ব্যবহারকারীদের এই সার্চ ইঞ্জিন বিশ্বকে হাতের মুঠোয় তথ্যের ভাণ্ডার এনে দিয়েছে গুগল। কম্পিউটার বিজ্ঞানের দুই শিক্ষার্থী ল্যারি পেজ ও সের্গেই ব্রিনের প্রকল্প হিসেবে শুরু করেছিল এ সার্চ ইঞ্জিন। নিজেরদের ছাত্রাবাসে বসেই কাজ শুরু করেন দুজন। বড় আকারের সার্চ ইঞ্জিনের প্রোটোটাইপ তৈরি করার পর একটি ভাড়া করা গ্যারেজে অফিস স্থাপন করেন তারা। এখন সারা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন ও ইন্টারনেটের গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে গুগল।
সম্প্রতি মাইক্রোসফটের বিং চ্যাটবট ও ওপেন এআইয়ের চ্যাটজিপিটি অনেকটাই হুমকির মুখে ফেলে দিয়েছে তাদের। ফলে তাদের মোকাবিলায় সার্চ ইঞ্জিনে আমূল পরিবর্তন নিয়ে আসছে গুগল। এই আপডেটকে ‘সার্চ জেনারেটিভ এক্সপিরিয়েন্স (এসজিই)’ হিসেবে নামকরণ করেছে। সার্চে জেনারেটিভ এইআই সংযুক্ত করে আরও যথাযথ তথ্য দেবে বলে আশা করছে গুগল।
আপডেটেড এই সার্চ ইঞ্জিনের মাধ্যমে আগের থেকে যতটা সম্ভব বেশি তথ্য ইন্টারনেটে নিয়ে আসা এবং তা এক ক্লিকেই ইউজারের কাছে পৌঁছে দেওয়া হবে। তিন মাস আগেই সংস্থাটি এসজিই রোল আউট করেছে। গুগলের দাবি, ব্যবহারকারীদের ব্যাপক সাড়া পেয়েছে। লাখ লাখ ব্যবহারকারীর সার্চিং অভিজ্ঞতা আরও ভালো করতে ক্রমাগত কাজ করে যাচ্ছে গুগল।
ল্যারি পেইজ ও সের্গেই ব্রিনের হাত ধরে গত ২৫ বছরে যা পরিণত হয়েছে সবচেয়ে বেশি ব্যবহারকারী ওয়েবসাইটে। শুধু তাই নয়, বদলে দিয়েছে যোগাযোগ ও তথ্য প্রযুক্তি, জ্ঞান-বিজ্ঞানের ধরনকেই। সারা পৃথিবীতে বিভিন্ন ডেটা সেন্টারে এক মিলিয়ন সার্ভার চালায় গুগল। দিনে ৫শ’ কোটির বেশি অনুসন্ধানের জবাব দেয়।
আরও পড়ুন: মঙ্গলেও প্রাণের অস্তিত্ব ছিল, নাসা ভুলে নিশ্চিহ্ন হয়ে গেছে!
সার্চ ইঞ্জিন হিসেবে যাত্রা শুরু করলেও নিত্যনতুন ফিচার আরও জনপ্রিয় করে তুলছে গুগলকে। এআইভিত্তিক অ্যালগরিদম আরও সহজ করেছে অনুসন্ধান। জিমেইল, গুগল ম্যাপ, গুগল ড্রাইভ, গুগল ক্রোম ছাড়া একটি দিন যেন কল্পনাও করা যায় না বর্তমান দুনিয়ায়।
গুগল বলছে, এসজিই এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে ইউজাররা যা সার্চ করবে, তা-ই খুঁজে পাবে। কিছু পেজ আবার এআই জেনারেটেড তালিকা হিসেবে হাজির হবে, যেখানে একাধিক মূল পয়েন্ট তুলে ধরা হবে আর্টিকেলের। সেখানে থাকবে দুর্বোধ্য বিষয় বোঝার জন্য দরকারি লিঙ্কও; যাতে ওই লিঙ্কের পেজে গিয়ে বিষয়টি বুঝতে পারেন।