ফেসবুকের কমিউনিটি এক্সেলারেটর প্রোগ্রামে ‘স্কুল অব ইঞ্জিনিয়ার্স’

প্রকৌশলী হাসান মাহমুদ
প্রকৌশলী হাসান মাহমুদ  © টিডিসি ফটো

কমিউনিটি এক্সেলারেটর প্রোগ্রামের জন্য বাংলাদেশের ৬টি ফেসবুক গ্রুপকে নির্বাচন করেছে ফেসবুকরে মূল প্রতিষ্ঠান মেটা। এই তালিকায় জায়গা করে নিয়েছে দেশের ই-লার্নিং প্লাটফর্ম স্কুল অব ইঞ্জিনিয়ার্স। গত ২০ অক্টোবর ফেসবুক কমিউনিটি সামিট-২০২২ এ আনুষ্ঠানিকভাবে এ বছর নির্বাচিত ১৩৫ গ্রুপের নাম ঘোষণা করেন।

এশিয়া প্যাসিফিক কমিউনিটি এক্সেলারেটর (এপিএসপি) প্রোগ্রামের জন্য নির্বাচিত বাংলাদেশের ৬টি ফেসবুক গ্রুপ হলো—কাস্ট অ্যাওয়ে অন দ্য মুন, অপরাজিতা, পেনসিল, ফুডব্যাংক, স্কুল অব ইঞ্জিনিয়ার্স ও উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্ট।

এ বছর প্রথমবারের মতো বাংলাদেশে কমিউনিটি এক্সেলারেটর প্রোগ্রাম চালু করে মেটা। ফেসবুকে বিভিন্ন কমিউনিটিভিত্তিক গ্রুপের প্রশাসকদের নেতৃত্ববিষয়ক দক্ষতার বিকাশ এবং অনলাইন মাধ্যমে কমিউনিটির প্রভাব বৃদ্ধি করতে এ প্রোগ্রাম পরিচালনা করা হয়ে থাকে।

আরও পড়ুন: যৌথভাবে গবেষণা করবে বুয়েট ও বিসিআইসি

ফেসবুকের পক্ষ থেকে এই কর্মসূচিতে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়ে এক প্রতিক্রিয়ায় স্কুল অব ইঞ্জিনিয়ার্সের সহ-প্রতিষ্ঠাতা প্রকৌশলী হাসান মাহমুদ জানান, ‘যেকোন স্বীকৃতিই অনেক আনন্দের আর সেটা যদি হয় বিশ্বমঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার মত আন্তর্জাতিক সম্মাননা তাহলেতো খুশীর আর সীমা থাকেনা, কাজ করার অনুপ্রেরণা বৃদ্ধি পায় বহুগুন। স্কুল অব ইঞ্জিনিয়ার্স এর এ অর্জন আমাদেরকে আরো দায়িত্ববান করবে দেশকে এগিয়ে নিতে। ২০১৮ সাল থেকে তরুনদের দক্ষতা উন্নয়ন, ক্যারিয়ার গাইডলাইন, বিদেশে উচ্চ শিক্ষা ও উদ্যোক্তা বিষয়ক নিয়মিত প্রশিক্ষণ দিয়ে চলছে স্কুল অব ইঞ্জিনিয়ার্স। ফেসবুক গ্রুপ, পেইজ এর মাধ্যমে প্রতিদিন ৫ লক্ষেরও বেশী শিক্ষার্থীকে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।’

এশিয়া প্যাসিফিক অঞ্চলের আবেদনকৃত প্রায় ৪ হাজার ৮শ’র বেশি গ্রুপ থেকে সেরা ১৯ টি ফেসবুক গ্রুপকে এবছর বাছাই করা হয়। এর মধ্যে বাংলাদেশের ৬টি, ফিলিপাইনের ৭ ও ইন্দোনেশিয়ার ৩ গ্রুপসহ মালয়েশিয়া, থাইল্যান্ড ও সিঙ্গাপুরের ১টি গ্রুপ রয়েছে। 

প্রোগ্রামের আওতায় নির্বাচিত ফেসবুক কমিউনিটি গ্রুপগুলোর প্রতিটি ৪০ হাজার ডলার করে মেটার অনুদান পাবে। বিনা মূল্যে নেতৃত্ববিষয়ক প্রশিক্ষণের পাশাপাশি আগামী ৪ নভেম্বর সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মেটা কমিউনিটি পার্টনারশিপ টিমস এপিএসি রিজিওনাল পার্টনার ইভেন্ট’ অনুষ্ঠানে অংশ নেওয়ারও সুযোগ পাবেন গ্রুপের প্রশাসকেরা।

মেটার সোশ্যাল ইমপ্যাক্ট অ্যান্ড কমিউনিটি বিভাগ জানিয়েছে, বাংলাদেশে ফেসবুকে কমিউনিটি গড়ে তোলার মাধ্যমে সমাজে ইতিবাচক প্রভাব রাখছে অনেক গ্রুপ। উদ্ভাবনী গ্রুপগুলোকেই কমিউনিটি এক্সেলারেটর প্রোগ্রামের জন্য নির্বাচন করা হয়েছে। এর ফলে গ্রুপগুলো নিজেদের কমিউনিটির উন্নয়নে ভূমিকা রাখার পাশাপাশি নিজেদের লক্ষ্য পূরণ করতে পারবে।


সর্বশেষ সংবাদ