পথচলা শুরু করতে যাচ্ছে ‘ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ’

ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ
ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ  © সংগৃহীত

যাত্রা শুরু করতে যাচ্ছে  একাডেমিক, বিশ্লেষক ও গবেষকদের প্ল্যাটফর্স ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ (এফবিএস)। আগামীকাল সোমবার (১০ অক্টোবর) অলাভজনক প্রতিষ্ঠানটির উদ্বোধন অনুষ্ঠিত হবে।

জানা গেছে, সোমবার সকাল ১০টায় এফবিএস এর উদ্বোধন করা হবে। অনুষ্ঠানটি এফবিএস এর ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হবে। 

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অর্থনীতিবিদ এম হাফিজ উদ্দিন খান; ইলিনয় স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক আলী রীয়াজ; সুশাসনের জন্য নাগরিকের (সুজন) প্রতিষ্ঠাতা সম্পাদক বদিউল আলম মজুমদার।

উল্লেখ্য, ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ (এফবিএস) বাংলাদেশ অধ্যয়ন এর সাথে সম্পৃক্ত একাডেমিক, বিশ্লেষক এবং গবেষকদের প্ল্যাটফর্ম। এই ফোরাম ওয়েবসাইটের মাধ্যমে বাংলাদেশ সংক্রান্ত সমসাময়িক বিষয়ের ওপর গবেষনা, মতামত এবং নীতি-নির্ধারণ মূলক আলোচনার একটি মাধ্যম হিসেবে কাজ করে থাকে। গবেষণামূলক অধ্যয়নের ভিত্তিতে ক্রিটিক্যাল দৃষ্টিভঙ্গি প্রদান করে, রাষ্ট্রীয় নীতি নিরীক্ষা করে এবং বাংলাদেশের সঙ্কট ও সম্ভাবনাকে উন্মোচন করে এমন প্রবন্ধ/নিবন্ধ এই ফোরাম প্রকাশ ও প্রচার করবে। এই ফোরাম বাংলাদেশ বিষয়ক পঠন-পাঠন সহ বৈশ্বিক মঞ্চে এর ভূমিকা তুলে ধরার লক্ষ্যে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং প্রযুক্তিগত বিষয়ে আগ্রহী গবেষকদের কাছ থেকে বিশ্লেষণধর্মী লেখা আহবান করে।


সর্বশেষ সংবাদ