এবার হোয়াটসঅ্যাপে লিঙ্ক করা যাবে ইন্সটাগ্রাম
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ০১:৩৪ PM , আপডেট: ২৪ মার্চ ২০২৫, ০১:৫৫ PM

প্রযুক্তির এই যুগে আমাদের ডিজিটাল উপস্থিতি বাড়ছেই। এবার সেই অভিজ্ঞতাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে এলো হোয়াটসঅ্যাপ। নতুন ফিচারের মাধ্যমে হোয়াটসঅ্যাপ প্রোফাইলের সঙ্গে সরাসরি ইন্সটাগ্রাম লিঙ্ক করা যাবে।
হোয়াটসঅ্যাপ ও ইন্সটাগ্রাম দুই প্ল্যাটফর্মই মেটার মালিকানাধীন। ব্যবহারকারীদের জন্য আরও সুবিধাজনক সংযোগ তৈরির লক্ষ্যে হোয়াটসঅ্যাপে ইন্সটাগ্রাম প্রোফাইল লিঙ্ক করার অপশন যোগ করা হয়েছে। এর ফলে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা নিজের প্রোফাইলে ইন্সটাগ্রাম লিঙ্ক অ্যাড করতে পারবেন। অন্যরা হোয়াটসঅ্যাপ নম্বর জানলেই আপনার ইন্সটাগ্রাম প্রোফাইলও খুঁজে পাবে। হোয়াটসঅ্যাপ বিজনেস ব্যবহারকারীদের জন্য এটি হবে একটি কার্যকরী মার্কেটিং টুল।
আগে যেমন ফেসবুক ও ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট সংযুক্ত করা যেত, ঠিক তেমনভাবেই হোয়াটসঅ্যাপে এই সুবিধা পাওয়া যাবে। ফলে এক প্ল্যাটফর্ম থেকে আরেকটিতে যাওয়া আরও সহজ হবে।
যেভাবে হোয়াটসঅ্যাপে ইন্সটাগ্রাম লিঙ্ক করবেন?
নতুন ফিচারটি চালু হলে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপ প্রোফাইল থেকে সহজেই ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারবেন।