ঢাকার ২১ শিক্ষাপ্রতিষ্ঠানের ঝুঁকিপূর্ণ ৩০ ভবনে সাইনবোর্ড টানানোর নির্দেশ

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর  © ফাইল ছবি

ঢাকা অঞ্চলের ২১ শিক্ষাপ্রতিষ্ঠানের ঝুঁকিপূর্ণ ভবনের সামনে সাইনবোর্ড টানানোর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। এ জন্য প্রতিষ্ঠানগুলোর ৩০টি ভবন ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছে। রোববার (২১ এপ্রিল) এ তালিকা প্রকাশ করা হয়।

এ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে ‘আরবান রেজিলিয়েন্স প্রকল্প: রাজউক অংশ’ প্রকল্পের আওতায় নিয়োগ করা পরামর্শ প্রতিষ্ঠান অধিক ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে ফেলার সুপারিশ করেছে।

রাজউকের তালিকা অনুযায়ী ইতোমধ্যে মাউশির আওতাধীন ৪২টি অধিক ঝুঁকিপূর্ণ ভবন সাত দিনের মধ্যে খালি করাসহ সিলগালা বা ভেঙে ফেলতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানকে নির্দেশনা দেওয়া হয়েছে। গত ৩ এপ্রিল এ বিষয়ে চিঠি জারি করে। এর মধ্যে মাউশির আওতায় ৩০টি ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে।

ভবনগুলো হলো- রাজধানীর বাড্ডা আলতাফুন্নেছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পাঁচতলা ভবন ও আলতাফুন্নেছা উচ্চ মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজের পাঁচতলা ভবন, সাভারের ভাকুর্তা সরকারি উচ্চবিদ্যালয়ের দোতলা ভবন, নারায়ণগঞ্জ সদরের দেলপাড়া সরকারি উচ্চবিদ্যালয়ের চারতলা ভবন, রাজধানীর পাটুয়াটুলির ঢাকা কলিজিয়েট স্কুল পাঁচ তলা ভবন, দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের ১০ তলা ভবন, মিরপুরের সরকারি বাংলা কলেজের চারতলা ভবন, নারায়ণগঞ্জের সরকারি কদম রসুল কলেজের দোতলা ভবন, গাজীপুরের কালীগঞ্জ উপজেলার আড়িখোলা তুমুলিয়ার সরকারি কালিগঞ্জ শ্রমিক কলেজের তিনতলা ভবন, রাজধানীর উত্তর মান্ডার হায়দার আলি স্কুল অ্যান্ড কলেজের চারতলা ভবন, মিরপুর ১৩ নম্বরের হাজী আলি হোসেন উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবন, সূত্রাপুরের কবি নজরুল সরকারি কলেজের তিনতলা ভবন।

আরো পড়ুন: বেসরকারি শিক্ষকদের অবসর কল্যাণ ট্রাস্ট অর্থ, জনবল ও স্থান সংকটে ধুঁকছে

এ ছাড়া গাজীপুরের কালীগঞ্জ আর আর পাবলিক উচ্চ বিদ্যালয়ের তিনতলা ভবন, কেরানীগঞ্জ বালিকা স্কুল অ্যান্ড কলেজের ভবন, মালিবাগ চৌধুরীপাড়ার খিলগাঁও সরকারি উচ্চবিদ্যালয়ের দোতলা ভবন, সূত্রাপুরের করাতিটোলা সিএমএস উচ্চ বিদ্যালয়ের তিনতলা ভবন, নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩ তলা ভবন, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের ৫ তলা ভবন, যাত্রাবাড়ীর শহীদ জিয়া বালিকা স্কুল অ্যান্ড কলেজের চারতলা ভবন, সাভারের ভাকুর্তার শ্যামলাপুর স্কুল অ্যান্ড কলেজের তিনতলা ভবন, রাজধানীর তেজকুনি পাড়ার তেজগাঁও মডেল উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবন, ঢাকা কলিজিয়েট স্কুলের তিনতলা ভবন, নারায়ণগঞ্জ সদরের দেলপাড়া সরকারি উচ্চবিদ্যালয়ের চারতলা ভবন, গাজীপুরের কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের দোতলা ভবন, রাজধানীর ডেমরা হায়দার আলি স্কুল অ্যান্ড কলেজের তিনতলা ভবন,  নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের তিন তলা ভবন, নারায়ণগঞ্জ সরকারি বলিকা উচ্চ বিদ্যালয়ের তিন তলা ভবন এবং নারায়ণগঞ্জের সরকারি মহিলা কলেজের দোতলা ভবন।


সর্বশেষ সংবাদ