৩১ অক্টোবরের মধ্যে অধ্যক্ষ-উপাধ্যক্ষের শূন্যপদের তথ্য পাঠানোর নির্দেশ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৩, ১১:০৮ PM , আপডেট: ২৬ অক্টোবর ২০২৩, ১১:১৭ PM

দেশের সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অধ্যক্ষ ও উপাধ্যক্ষের শূন্যপদের তথ্য জানতে চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। আগামী ৩১ অক্টোবরের মধ্যে এসব তথ্য পাটাতে নির্দেশনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) মাউশির কলেজ শাখার উপপরিচালক অধ্যাপক মো. ওয়াহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য চাওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন সরকারি কলেজ, আলিয়া মাদরাসা, টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ-উপাধ্যক্ষের শূন্যপদের তথ্য পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
আগামী ৩১ অক্টোবরের মধ্যে এসব তথ্য পাঠাতে হবে। উপাধ্যক্ষ পদটি সহযোগী অধ্যাপক পদ মর্যাদার হলে সেটি তথ্য ছকে উল্লেখ করতে হবে।