সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার
- কবি নজরুল কলেজ প্রতিনিধি
- প্রকাশ: ২৮ নভেম্বর ২০১৯, ১১:৩২ AM , আপডেট: ২৮ নভেম্বর ২০১৯, ১১:৩২ AM
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষ ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে।
ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরোওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ কেন্দ্রে একযোগে শুক্রবার সকাল ১০ টায় শুরু হয়ে বেলা ১১ টা পর্যন্ত চলবে এ পরীক্ষা।
এবছর সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট ১১ হাজার ৬৩০টি আসনের বিপরীতে ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ২০,১৫০জন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ভর্তি পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করবেন।