ডিইউ ডিপ্লোম্যাটিক কনক্লেভের রেজিস্ট্রেশন শুরু সোমবার
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ০৭ জুলাই ২০১৯, ০৯:১৭ PM , আপডেট: ০৭ জুলাই ২০১৯, ০৯:৫৪ PM
ঢাকা বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশন এসোসিয়েশন (ডুমুনা) এর আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে ডিপ্লোম্যাটিক কনক্লেভ ২০১৯। আগামী ২আগস্ট শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। দুই দিনব্যাপী এই কনক্লেভে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই অংশগ্রহণ করতে পারবে।
সোমবার (৮ জুলাই) থেকে শুরু হচ্ছে রেজিস্ট্রেশন পর্ব। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) ডুমুনার নির্ধারিত বুথ থেকে রেজিস্ট্রেশন ফর্ম সংগ্রহ করা যাবে। ২১ জুলাই পর্যন্ত চলবে এই কার্যক্রম।
আয়োজকরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে কূটনৈতিক দক্ষতা গড়ে তোলা, আন্তর্জাতিক রাজনীতির ধারণা প্রদান এবং বৈশ্বিক সমস্যা সমাধানের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে নেতৃ্ত্বের গুণাবলী বিকাশ করাই এই অনুষ্ঠান আয়োজনের মূল উদ্দেশ্য।
ডিপ্লোম্যাটিকে কনক্লেভ-২০১৯ মোট চারটি কমিটিতে বিভক্ত থাকবে। কমিটিগুলোর মধ্যে থাকবে— ইউএনএফসিসিসি, ইউএনআইডিও, ইউনিসেফ ও ইউএনডিপি।
অনুষ্ঠানের প্রথমদিনে থাকছে বিভিন্ন বৈশ্বিক বিষয়ে আলোচনা এবং সমস্যা সমাধানের উপর পাবলিক স্পিকিং। এছাড়াও থাকছে নবীনদের উক্ত বিষয়ক দক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন কর্মশালার আয়োজন।
কনক্লেভ ছাড়াও এই অনুষ্ঠানের দ্বিতীয় দিন ডুমুনার সদ্য বিদায়ী কমিটিকে তাদের অবদানের জন্য সম্মানসূচক ক্রেস্ট প্রদান এবং একইসাথে নবীনদের বরণ করে নেয়া হবে। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই ডিপলোম্যাটিক কনক্ল্যাভ এবং নবীনবরণের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হবে।