মেধাবীদের বিনামূল্যে ভর্তি কোচিং করাবে ঢাবি শিক্ষার্থীরা

  © সংগৃহীত

উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর অনেকেরই ইচ্ছা থাকে কোচিংয়ে ভর্তি হয়ে ভর্তি পরীক্ষার জন্য নিজেকে ভালভাবে প্রস্তুত করবেন। কিন্তু টাকার অভাবে তার আর কোচিং করা হয়ে ওঠেনা। ফলে অনেক মেধাবী শিক্ষার্থীর স্বপ্নের শেষ হয়ে যায় উচ্চ মাধ্যমিকের গন্ডি পেরনোর পরেই।

এমন ভাবনা থেকেই গরীব এবং মেধাবী শিক্ষার্থীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন তরুণ শিক্ষার্থী ফ্রী কোচিং এর ব্যবস্থা করেছেন। আপাতত প্রতি শুক্রবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ভর্তি পরীক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষাদান করবেন তারা। এই মহৎ উদ্যোগটি শুরু করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলমগীর সহ কয়েকজন। শিক্ষার্থীর সংখ্যা বাড়ওল তারা সময়ও বাড়াবেন বলে জানিয়েছেন।

এমন উদ্যোগে সহযোগিতা করবেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহবায়ক ফারুক হাসান। তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, টাকার অভাবে অনেক মেধাবী শিক্ষার্থী কোচিংয়ে ভর্তি হতে পারেননা। তাদের কথা বিবেচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী এমন উদ্যোগ নিয়েছেন। আমি তাদের সার্বিক সহযোগিতা করবো।

যারা ভর্তি কোচিং করতে আগ্রহী তারা ফারুক হাসান অথবা আলমগীরের সাথে যোগাযোগ করতে পারেন। ০১৬৭৫৯৬৯২৯৮- ফারুক হাসান ০১৬২৫২৭৮১৭৬- আলমগীর


সর্বশেষ সংবাদ