‘হাত কেটে ফেললেও স্বামী বেঁচে আছে, এটাই অনেক’
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৬ জুন ২০২২, ০৯:১২ AM , আপডেট: ০৬ জুন ২০২২, ০৯:১২ AM
‘হাত কেটে ফেললেও, স্বামী যে বেঁচে আছেন এটাই আমার কাছে অনেক। আমার স্বামী তো অন্তত বেঁচে আছেন।’ কথাগুলো বলছিলেন সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোয় অগ্নিকাণ্ডে দগ্ধ নুরুল আফসারের স্ত্রী নাজনীন নাহার। নুরুল চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নুরুল আফসারের বাম হাত কেটে ফেলা হয়েছে। অচেতনভাবে বিছানায় পড়ে আছেন তিনি। নুরুল আফসার ডিপোর উপ মহাব্যবস্থাপক (ডিজিএম) বলে জানান নাজনীন। তিনি বলেন, তার স্বামী ২০১৩ সাল থেকে কর্মরত আছেন। শনিবার রাতেও ডিপোতে দায়িত্ব পালন করছিলেন। অগ্নিকাণ্ডে দগ্ধ হলে তাকে চমেক হাসপাতালে নেওয়া হয়।
আরো পড়ুন: আগুন লাগে পাঁচ ধরনের, কীভাবে নেভাবেন জেনে নিন
রোববার চিকিৎসকরা বাম হাত কেটে ফেলার সিদ্ধান্ত নেন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ৪৯ জন মারা গেছেন। যাদের পরিচয় শনাক্ত হয়েছে, স্বজনদের কাছে তাদের মরদেহ হস্তান্তর করা হয়েছে।
নিহত অপর ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ সংগ্রহ করা হচ্ছে। নিখোঁজদের স্বজনদের ডিএনএ পরীক্ষা করে পরিচয় নিশ্চিত হওয়া গেলে মরদেহ হস্তান্তর করা হবে। আহতদের মধ্যে ১৬৩ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।