দুপুরে আদালতে আত্মসমর্পণ করবেন হাজী সেলিম

ঢাকা-৮ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম
ঢাকা-৮ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম  © ফাইল ছবি

ঢাকা-৮ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম আজ রোববার দুপুরে আদালতে আত্মসমর্পণ করবেন। দুর্নীতি মামলায় কারাদণ্ডপ্রাপ্ত সংসদ সদস্যের আইনজীবী প্রাণনাথ আজ সকালে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা বিশেষ জজ আদালত-৭ এর বিচারক শহীদুল ইসলামের আদালতে হাজী মোহাম্মদ সেলিম আত্মসমর্পণ করবেন।

অবৈধ সম্পদ অর্জনের মামলায় গত ৯ মার্চ হাজী সেলিমকে বিচারিক আদালতের ১৩ বছরের সাজা কমিয়ে ১০ বছর বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ।

আরো পড়েন: ঘরে পড়ে ছিল মা ও দুই সন্তানের গলাকাটা মরদেহ

তিন বছরের দণ্ড থেকে খালাস পান হাজী সেলিম রায়ে। দুই বিচারপতির স্বাক্ষরে ৬৮ পৃষ্ঠার রায়ের কপি পাওয়ার ৩০ দিনের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয় তাকে। এ সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে জামিন বাতিল করে তাকে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন হাইকোর্ট।


সর্বশেষ সংবাদ