ডিভাইস ব্যবহার করে নিয়োগ পরীক্ষায় পাসের নিশ্চয়তা, মূলহোতাসহ গ্রেপ্তার ৪

রাজধানী ও আশেপাশের এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়
রাজধানী ও আশেপাশের এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়  © প্রতীকী ছবি

হিডেন স্পাই ওয়্যারলেস কিট ব্যবহার করে সরকারি-বেসরকারি বিভিন্ন নিয়োগ পরীক্ষায় পাসের নিশ্চয়তা দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া সিন্ডিকেটের মূলহোতা ইকবাল ও তার অন্যতম তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার (১৮ মে) রাজধানী ও আশেপাশের এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় বেশ কিছু ডিভাইস ও আলামত জব্দ করা হয়।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বলেন, সরকারি-বেসরকারি বিভিন্ন নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণের নিশ্চয়তা দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া সিন্ডিকেটের মূলহোতা ইকবাল ও তার অন্যতম তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার (১৯ মে) সকালে রাজধানীর কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।


সর্বশেষ সংবাদ