ব্যাংকের ভোল্ট থেকে ২৭ লাখ টাকা চুরি, নিয়ে গেছে সিসিটিভির হার্ডডিস্কও
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৯ এপ্রিল ২০২২, ০৮:৫৪ AM , আপডেট: ২৯ এপ্রিল ২০২২, ০৮:৫৪ AM
চাঁদপুরে সোশ্যাল ইসলামী ব্যাংকের ভোল্ট থেকে ২৭ লাখ টাকা চুরি হয়েছে। জেলার মতলব দক্ষিণ উপজেলার মুন্সিরহাট বাজারের উপ-শাখায় চুরির এ ঘটনা বৃহস্পতিবার সকালে জানতে পারেন ব্যাংকের কর্মকর্তারা।
ব্যাংক সংশ্লিষ্টরা জানিয়েছেন, ব্যাংক লুটের পর চোর সিসিটিভির হার্ডডিস্কও খুলে নিয়ে যায়। চোর প্রথমে জানালার গ্রিল কাটে, পরে সিসিটিবির ক্যামেরায় কালো রং স্প্রে করে চৌর্যবৃত্তি সংগঠিত করে।
ওই উপ-শাখার ব্যবস্থাপক এমএ হালিম ভূঁইয়া সাংবাদিকদের বলেন, “সকাল ৯টা ২০ মিনিটে তালা খুলে সহকারী কর্মকর্তা সাদ্দাম হোসেন জানালার গ্রিল কাটা এবং ভোল্ট খোলা দেখতে পান। তিনি সঙ্গে সঙ্গে আমাকে ও পুলিশকে খবর দেন।”
আরও পড়ুন: রাম মন্দিরের নির্মাণ তহবিল থেকে ৬ লাখ টাকা চুরি
জেলার সহকারী পুলিশ সুপার সুদীপ্ত রায় ও মতলব দক্ষিণ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সুদীপ্ত রায় বলেন, “ব্যাংকের দোতালা ভবনের পুব পাশে জানালার গ্রিল কেটে ভেতরে ঢোকে চোরের দল। প্রথমেই তারা সিসিটিভির ক্যামেরায় কালো রং স্প্রে করে, যাতে তাদের শনাক্ত করা না যায়।
তিনি বলেন, পরে চোররা প্রযুক্তি ব্যবহার করে ব্যাংকের ভোল্ড খুলে ২৭ লাখ ৩০ হাজার ৩৮৩ টাকা নিয়ে যায়। যাওয়ার সময় তারা সিসিটিভির হার্ডডিস্কও নিয়ে যায়, যাতে কোনো প্রমাণ না থাকে। পুলিশ ঘটনা তদন্ত করছে।