রণক্ষেত্র নিউমার্কেট—মোতায়েন থাকবে পুলিশ, দুই তদন্ত কমিটি

নিউমার্কেট এলাকার কয়েকজন শিক্ষার্থীর চা খাওয়া নিয়ে বচসায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়
নিউমার্কেট এলাকার কয়েকজন শিক্ষার্থীর চা খাওয়া নিয়ে বচসায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়  © টিডিসি ফটো

রাজধানীর নিউমার্কেট এলাকার কয়েকজন শিক্ষার্থীর চা খাওয়া নিয়ে বচসায় সংঘর্ষের সূত্রপাত। এরপর পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। ঢাকা কলেজ ও সরকারি টিচার্স ট্রেনিং (টিটি) কলেজের শিক্ষার্থীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনায় পৃথক তদন্ত কমিটি করা হচ্ছে। পুলিশের রমনা জোনের উপকমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান এ তথ্য জানিয়েছেন।

বুধবার (৩০ মার্চ) মধ্যরাতে নিউমার্কেট এলাকায় এ সংঘর্ষ হয়। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন সাজ্জাদুর রহমান। এ সময় উভয় কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন তিনি।

ডিসি সাজ্জাদ বলেন, ঘটনার পুরো বিবরণ নিখুঁতভাবে বের করতে দুই কলেজের পক্ষ থেকে আলাদা তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। যতটুকু জেনেছি চা খাওয়াকে কেন্দ্র করে টিটি কলেজের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে ঢাকা কলেজের তিন শিক্ষার্থীর বাদানুবাদ হয়। পরে সেখানে মারধরের ঘটনা ঘটে। এর জেরেই পরবর্তীতে বড় ধরনে সংঘর্ষ হয়।

আরো পড়ুন: ভাইভায় দাওয়াত চান ছাত্রলীগ সভাপতি, না পেয়ে শিক্ষককে মারধর

তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। যেসব শিক্ষার্থী আহত হয়েছেন তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুই কলেজের অধ্যক্ষসহ অন্যরা এসেছিলেন। এ ঘটনার বিস্তারিত বিবরণ খতিয়ে দেখার জন্য তারা কমিটি করেছেন। এ ছাড়া পরবর্তীতে যেন পরিস্থিতির আবার অবনতি না হয়, সে জন্য দুই কলেজের সামনেই পুলিশ মোতায়েন করা হবে।

এ ঘটনায় আহতদের মধ্যে যাদের নাম জানা গেছে, তারা হলেন সুরুজ, রাসেল, জসিমউদদীন, সুজন, খোকন, রুবেল, মামুন, শিহাব, মেহেদী, নিয়ন, আরিফ, জহিরুল, সুজন ও মাসুদ। তাদের সবার বয়স ২৪ থেকে ২৮ বছরের মধ্যে।

এর আগে চায়ের দোকানে বসাকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। এতে কলেজের সামনের ব্যস্ত সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। তীব্র যানজটের সৃষ্টি হয় পুরো এলাকায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসেন ঢাকা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক এ টি এম মইনুল হোসেন। শিক্ষার্থীদের ক্যাম্পাসে যেতে বলা হয়। এ সময় পুলিশ টিয়ারগ্যাসও ছোড়ে। এ ছাড়া ঘটনাস্থলে আসেন টিটি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. গোলাম ফারুক। পরে তারা আলাদা কমিটি গঠনের সিদ্ধান্ত নেন।


সর্বশেষ সংবাদ