ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র নিউমার্কেট এলাকা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩০ মার্চ ২০২২, ০৯:২৯ PM , আপডেট: ৩১ মার্চ ২০২২, ০৭:৩৮ AM
ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানীর নিউমার্কেট এলাকা। আজ বুধবার (৩০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনার সূত্রপাত ঘটে। এরপর ঢাকা কলেজের সামনে মিরপুর সড়কে গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ।
তবে কি কারণে এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি। এসময় কমপক্ষে ১০-১২টি ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, ঢাকা কলেজের শিক্ষার্থী ও সরকারি টিচার্স ট্রেনিংয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হচ্ছে। টিচার্স ট্রেনিং কলেজ ছাত্রলীগের কর্মীরা ক্যাম্পাসের একাডেমিক বিল্ডিংয়ের ছাদ থেকে এবং ঢাকা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা মিরপুর সড়ক থেকে পাল্টাপাল্টি ইটপাটকেল নিক্ষেপ করছেন।
এসময় বেশ কয়েকটি হাতবোমা বিস্ফোরিত হয় বলেও জানিয়েছেন সেখানে থাকা নূরে আলম নামের একজন বিক্রয়কর্মী। তিনি বলেন, মারামারি বাঁধার পর কয়েকটি ককটেল বিস্ফোরণ হয়।
নিউমার্কেট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাহেব আলী বলেন, ঘটনার বিস্তারিত এখনো আমরা জানতে পারিনি। সংঘর্ষ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ কল করা হয়েছে।