সিলিন্ডার বিস্ফোরণে দুই শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৩ মার্চ ২০২২, ০৯:৫৯ AM , আপডেট: ২৩ মার্চ ২০২২, ০৯:৫৯ AM
রাজধানীর বাড্ডা এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে দুই শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। আজ বুধবার (২৩ মার্চ) ভোরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন। দগ্ধরা হলেন সাহিদ হাসান (৩৭), সাফা (১০), সাফিয়ান (৯) ও রেখা (৩৫)।
আরো পড়ুন: ভাড়া বিতর্কে ছাত্রকে মারধর, প্রধান ফটকে তালা দিয়ে বিক্ষোভ
আইউব হোসেন বলেন, বাড্ডা থেকে ভোরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ চারজনকে নিয়ে আসা হয়। তাদের মধ্যে সাহিদের শরীরের ৯৫ শতাংশ পুড়ে গেছে। এ ছাড়া রেখার শরীরের ৩০ শতাংশ, সাফার ১১ শতাংশ ও সাফিয়ানের ২৫ শতাংশ দগ্ধ হয়েছে। সাহিদ হাসানের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।