মাদকবিরোধী র‍্যালি করায় মারধরের অভিযোগ

মারধরের শিকার আলভী
মারধরের শিকার আলভী   © সংগৃহীত

জামালপুরে মাদকবিরোধী র‌্যালি করায় মাদক ব্যবসায়ীর মারধরের শিকার হয়েছেন দুই তরুণ।

মঙ্গলবার (১৫ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আব্দুল লতিফ। এর আগে, সোমবার রাতে পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি গ্রামে ফরিদ মেম্বারের ইটভাটায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় আলিফ আরাফাত আলভী (২৬) ও জাহিদ হাসান জয় (১৬) নামে দুই যুবককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আহত আলভী উপজেলার তারাকান্দি গ্রামের সুজাত আলীর ছেলে এবং জয় গেন্দারপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।

আহতদের পরিবার বরাতে জানা গেছে, পোগলদিঘা ইউনিয়নকে মাদকমুক্ত করার লক্ষ্যে বেশকিছু দিন আগে আহত আলভীসহ কয়েকজন র‌্যালি করার সিদ্ধান্ত নেন। এরই ধারাবাহিকতায় এ দিন সকালে পোগলদিঘা মহাবিদ্যালয় কলেজ মাঠে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী এ র‍্যালিতে অংশ নেয়। তবে বিষয়টি এলাকার মাদক ব্যবসায়ীরা স্বাভাবিকভাবে মেনে নিতে পারেননি।

স্থানীয় সূত্রে জানা যায়, এ দিন সন্ধ্যায় বিপ্লব, খোকন, সেলিম, নাসির, বর্ষা, মাসুদ, জুয়েল, সাকিব, মামুনসহ আরও ১০-১৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে আলভীসহ কয়েকজনকে ধাওয়া করে। পরে ফরিদ মেম্বারের ইটভাটার ম্যানেজারের অফিসে বেধড়ক মারধর করে। এ ঘটনায় আলভী ও জয়সহ কয়েকজনকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহত আলভী ও জয় বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। 

আরও পড়ুন : রাবি শিক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনায় আরও ২ জন আটক

এ ঘটনায় অভিযোগ অস্বীকার করে বিপ্লব জানান, আলভী নিজেই মাদকাসক্ত। সব সময় মাদক সেবন করে। সে এলাকার মেয়েদের উত্ত্যক্ত করে। বিকেলে বহিরাগতদের নিয়ে এসে এলাকায় অস্ত্রের মহড়ার দিচ্ছিল। এলাকাবাসী ধাওয়া করলে গণপিটুনি খেয়ে আমাদের নাম দিচ্ছে।

তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক জানান, এখনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।


সর্বশেষ সংবাদ