পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করে শিক্ষককে চড়-থাপ্পড়, ছাত্রলীগ নেতার ২ মাসের জেল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২২, ১২:১১ AM , আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২২, ১২:১১ AM
শরীয়তপুরের গোসাইরহাটের আলহাজ্ব সফুরা বেগম মহিলা কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত শিক্ষকদের ওপর শামসুর রহমান সরকারি কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করে বলে অভিযোগ উঠেছে। শনিবার (১৯ ফেব্রয়ারি) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় রাতে পুলিশ অভিযুক্ত মাহবুব আলমকে গ্রেফতার করে। পরে গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলমগীর হুসাইন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে দুই মাসের সাজা দেন।
জানা যায়, শনিবার দুপুর ১টা থেকে আলহাজ্ব সফুরা বেগম মহিলা কলেজে অনার্স ২য় বর্ষের পরীক্ষা চলছিল। পরীক্ষা চলাকালিন আনুমানিক দুপুর দেড়টার দিকে শামসুর রহমান সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহর নেতৃত্বে রাতুল ও মাহবুব আলমসহ ৬ ছাত্রলীগ নেতা অনুমতি ছাড়া পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করেন। এসময় ১০১ নম্বর রুমে প্রবেশ করলে দায়িত্বরত শিক্ষক শারমিন রহমান তাদের বের হয়ে যেতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে তারা ওই শিক্ষকে চড়-থাপ্পড় মারেন। পরে হল থেকে বেরিয়ে অন্যান্য শিক্ষকদের ওপর হামলা করেন। পরে গোসাইরহাট ইউএনও আলমগীর হুসাইন ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনায় কলেজের প্রভাষক শারমিন রহমান বাদী হয়ে গোসাইরহাট থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে গোসাইরহাট থানার ওসি মাহবুব আলম বলেন, এ ঘটনায় রাতে পুলিশ অভিযুক্ত মাহবুব আলমকে গ্রেফতার করার পর ইউএনও আলমগীর হুসাইন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুই মাসের সাজা দিয়েছেন।