র‌্যাবের অভিযানে পাচার হতে যাওয়া ২৩ নারী উদ্ধার

  © প্রতীকী ছবি

রাজধানীর কয়েকটি স্থানে অভিযান চালিয়ে বিদেশে পাচার হতে যাওয়া ২৩ নারীকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শুক্রবার (২৯ অক্টোবর) রাজধানীর মিরপুর, উত্তরা ও তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।   

র‌্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এ তথ্য জানিয়েছেন। 

তিনি বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ও র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা বিভাগের সহযোগিতায় র‌্যাব-৪-এর একাধিক দল তাদের উদ্ধার করে। এ সময় পাচার চক্রের সঙ্গে জড়িত ১০-১২ জন পাচারকারীকেও আটক করা হয়েছে। অভিযান এখনো চলমান রয়েছে।

এ বিষয়ে আজ শনিবার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। 


সর্বশেষ সংবাদ