বনানীর হোটেলে দুই শিক্ষার্থী ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ

রেইন ট্রি হোটেল
রেইন ট্রি হোটেল  © ফাইল ফটো

বহুল আলোচিত রাজধানীর বনানীর একটি হোটেলে দুই শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলায় আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদ সহ পাঁচ আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। মামলায় মোট ৪৭ জন সাক্ষীর মধ্যে ২২ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।

রোববার (২২ আগস্ট) ঢাকার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক কামরুন্নাহার আদালতে সাক্ষ্যগ্রহণ শেষ হয়। 

এদিন মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশের ভিজটিম সাপোর্ট সেন্টারের পরিদর্শক ইসমত আরা এমির জেরার মধ্য দিয়ে সাক্ষগ্রহণ শেষ হয়। আদালত আসামিদের আত্মপক্ষ সমর্থনের৷ জন্য আগামী ২৯ আগস্ট দিন ধার্য করেন।

ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর আফরোজা ফারহানা আহমেদ (অরেঞ্জ) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, ২০১৭ সালের ২৮ মার্চ রাজধানীর রেইন ট্রি হোটেলে ধর্ষণের শিকার হন ওই দুই শিক্ষার্থী।৭ জুন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের (ভিকটিম সাপোর্ট সেন্টার) পরিদর্শক ইসমত আরা এমি এ মামলায় পাঁচ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

একই বছরের ১৯ জুন একই ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেন। এরপর ২০১৭ সালের ১৩ জুলাই ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক শফিউল আজম পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচারের আদেশ দেন।


সর্বশেষ সংবাদ