সেই চেয়ারম্যানকে তালাক দিয়ে বাড়ি ফিরল স্কুলছাত্রী

শাহিন হাওলাদার
শাহিন হাওলাদার  © ফাইল ছবি

পটুয়াখালীর বাউফল উপজেলায় সালিসে গিয়ে স্কুলছাত্রীকে বিয়ের করার একদিন পর সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিন হাওলাদারকে তালাক দিয়ে বাড়ি ফিরেছেন নবম শ্রেণির ওই স্কুলছাত্রী।

শনিবার সন্ধ্যার দিকে চেয়ারম্যানকে তালাক দেয় ওই স্কুলছাত্রী। স্কুলছাত্রী ও তার বাবা এবং চেয়ারম্যান সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শাহিন হাওলাদার সোমবার (২১ জুন) আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়ে দ্বিতীয়বার পটুয়াখালীর বাউফলের কনকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়েছেন। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বেও আছেন।

জানা গেছে, কনকদিয়া ইউনিয়নের নারায়ণপাশা গ্রামের রমজান (২৫) নামের এক যুবকের সাথে একই ইউনিয়নের চুনারপুল এলাকার নবম শ্রেণির ছাত্রী নছিমনের (১৬) প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু এ সম্পর্ক মেনে নিতে পারেননি নছিমনের বাবা নজরুল ইসলাম। তিনি এ বিষয়টি কনকদিয়া ইউনিয়নের চেয়ারম্যান শাহিন হাওলাদারকে জানান।

চেয়ারম্যান শাহিন হাওলাদার শুক্রবার (২৫ জুন) ইউনিয়ন পরিষদে সালিশ বৈঠক ডাকেন। ওই বৈঠকে রমজান ও নছিমনসহ দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সালিস বৈঠকে মেয়ে দেখে পছন্দ হয়ে যাওয়ায় তাকে বিয়ের প্রস্তাব দেন চেয়ারম্যান শাহিন হাওলাদার। মেয়ের বাবা এ বিয়েতে সম্মতি প্রকাশ করলে ওই দিন বাদজুমা চেয়ারম্যানের আয়লা বাজারস্থ বাসায় কাজী ডেকে এনে ৫ লাখ টাকা কাবিনে নছিমনকে বিয়ে করেন। বিয়ের পর মেয়েটিকে নিজের বাড়িতে নিয়ে যান চেয়ারম্যান। এটি চেয়ারম্যানের দ্বিতীয় বিয়ে।

শাহিন হাওলাদারের ৬০ বছর বয়সে ১৬ বছর বয়সের এক কিশোরীকে বিয়ের ঘটনাটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। টক অব দ্যা উপজেলায় পরিণত হয়। আলোচনার খোরাকে পরিণত হন তিনি। তবে মেয়েটি এই বিয়ে মেনে নিচ্ছিল না। তাই শনিবার সন্ধ্যায় চেয়ারম্যানকে তালাক দেয় ওই কিশোরী।

এ বিষয়ে ওই কিশোরী জানান, এক রাত চেয়ারম্যানের বাসায় থাকলেও কোনোভাবেই তাকে আমি স্বামী হিসেবে মেনে নিতে পারিনি। চেয়ারম্যান তা বুঝতে পেরে তালাক দেওয়ার ব্যবস্থা করেন।

এ বিষয়ে চেয়ারম্যান শাহিন হাওলাদার জানান, মেয়ে বিয়েটা ভালোভাবে মেনে নিচ্ছিল না। তাই যিনি বিয়ে পড়িয়েছেন তাঁর মাধ্যমে শনিবার সন্ধ্যার দিকে মেয়েটি তাকে তালাক দিয়েছে এবং মেয়েটিকে তার বাবার হাতে তুলে দেওয়া হয়েছে।


সর্বশেষ সংবাদ