ঈদের দিনে মোটরসাইকেলে বেপরোয়া, প্রাণ গেল কলেজছাত্রের

দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেল
দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেল  © সংগৃহীত

বগুড়ার শাজাহানপুরে মোটরসাইকেল ও প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্র নিহত হয়েছেন। শুক্রবার (১৪ মে) সন্ধ্যা ৭টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নুরুন্নবী (২৩) নামে ওই ছাত্র চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এর আগে বিকেলে উপজেলার মাঝিড়া বন্দর বারনিঘাটায় ঢাকা-বগুড়া মহাসড়কে দুর্ঘটনার শিকার হন তিনি। উপজেলার সাজাপুর কাগজীপাড়া এলাকার আশরাফ আলীর ছেলে নূরুন্নবী। তিনি বগুড়া আজিজুল হক কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

জানা গেছে, ঈদের দিন মহাসড়কে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন তিনি। একপর্যায়ে মাঝিড়া বন্দর বারনিঘাটা এলাকায় মহাসড়কে প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বগুড়া হাইওয়ে পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আল-হাসান বলেন, দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার ও মোটরসাইকেল পুলিশ ক্যাম্পে নেওয়া রয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।


সর্বশেষ সংবাদ